Discuss the source and consequences of water pollution?

প্রশ্নঃ-জল দূষণের উৎস ও ফলাফল আলোচনা করো?



উঃ- জল দূষণের উৎস বা মাধ্যম বিভিন্ন প্রকার,অর্থাৎ বিভিন্ন কারণে জল দূষিত হতে পারে। যেমন---



জল দূষণ

১. কলকারখানার বর্জ্য পদার্থঃ-

কলকারখানার রাসায়নিক আবর্জনা বা বর্জ্য পদার্থ পদার্থের মাধ্যমে যেমন নদী ও সমুদ্রের জল  দূষিত হয়,তেমনই এগুলি ভৌম জলস্তরকে দূষিত করে।


২. গৃহস্থা্লির বর্জ্য পদার্থঃ-

গৃহস্থালির আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশে জলকে দূষিত করে।

৩. রাসায়নিক সার ও কীটনাশক পদার্থঃ-

কৃষি কাজে ব্যবহৃতরাসায়নিক সার ও কীটনাশক পদার্থ নিকটবর্তী জলাশয় ও নদীতে গিয়ে পড়ে। এর ফলে নদী ও জলাশয়ের জল দূষিত হয়।এছাড়া,এগুলি ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভে যায় এবং ভৌম জল বা ভূগর্ভস্থ জলকে দূষিত করে।

৪. পয়ঃপ্রণালী থেকে নির্গত আবর্জনাঃ-

শহরের পয়ঃপ্রণালী থেকে নির্গত ময়লা ও  আবর্জনারাশির মাধ্যমে নদী ও সমুদ্রের জলে দূষণ ঘটে।

৫. সমুদ্রের জলের মিশ্রণঃ-

বড়ো বড়ো জাহাজ বা ট্যাংকার প্রায়শই দুর্ঘটনায় পড়ে।  ফলে, বিপুল পরিমাণে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে জল দূষিত হয়।

৬.জল দূষক পদার্থ নিক্ষেপঃ-

এছাড়া,নদ-নদীতে জীবজন্তু,মৃত মানুষের দেহাবশেষ বা প্রতিমা প্রভৃতি ফেললেও জল দূষিত হয়।

৭.আণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বর্জ্য পদার্থঃ-

আণবিক শক্তি উৎপাদন কেন্দ্রের বর্জ্য পদার্থসমূহ তেজস্ক্রিয় এবং অত্যন্ত ক্ষতিকর হয়। কিন্তু বহু দেশই ওইসব পদার্থ সরাসরি সমুদ্রগর্ভেনিক্ষেপ করে,ফলে ব্যাপক হারে জলদূষণ ঘটে।

জল দূষণের প্রভাব বা ফলাফলঃ-

জল দূষণের ফলে মানুষ,সামুদ্রিক উদ্ভিদ  ও প্রাণীজগতের ব্যাপক ক্ষতি হয় এবং মাটি দূষিত হয়ে পড়ে। যেমন---

১. মানুষের ওপর প্রভাবঃ- 

দূষিত জল ব্যবহার করলে মানুষের আন্ত্রিক,আমাশয়,কলেরা, জন্ডিস,টাইফয়েড, চর্মরোগ, কিডনির অসু্‌খ,এলার্জি এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে।

২.সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীদের ওপর প্রভাবঃ-

জল দূষণের কারণে সামুদ্রিক খাদ্যশৃঙ্খলের ওপর প্রভাব বিরুপ প্রভাব পড়ে বলে প্যাঙ্কটন থেকে শুরু করে বিভিন্ন আকৃতির মাছ এবং সামুদ্রিক প্রাণী ক্ষতিগ্রস্ত হয়।

৩. মৃত্তিকার ওপর প্রভাবঃ-

কৃষিকাজে দূষিত জল ব্যবহার করার ফলে মৃত্তিকার ক্ষারকীয়তা বা অম্লতাবৃদ্ধি পায়,উপকারী ব্যাকটেরিয়া ও জীবানুর ক্ষতি হয় এবং উর্বরতা বিনষ্ট হয়।ফলে ফসলের উৎপাদন হ্রাস পায়।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ