প্রশ্নঃ-জল দূষণের উৎস ও ফলাফল আলোচনা করো?
উঃ- জল দূষণের উৎস বা মাধ্যম বিভিন্ন প্রকার,অর্থাৎ বিভিন্ন কারণে জল দূষিত হতে পারে। যেমন---
জল দূষণ
১. কলকারখানার বর্জ্য পদার্থঃ-
কলকারখানার রাসায়নিক আবর্জনা বা বর্জ্য পদার্থ পদার্থের মাধ্যমে যেমন নদী ও সমুদ্রের জল দূষিত হয়,তেমনই এগুলি ভৌম জলস্তরকে দূষিত করে।
২. গৃহস্থা্লির বর্জ্য পদার্থঃ-
গৃহস্থালির আবর্জনা ও বর্জ্য পদার্থ জলে মিশে জলকে দূষিত করে।
৩. রাসায়নিক সার ও কীটনাশক পদার্থঃ-
কৃষি কাজে ব্যবহৃতরাসায়নিক সার ও কীটনাশক পদার্থ নিকটবর্তী জলাশয় ও নদীতে গিয়ে পড়ে। এর ফলে নদী ও জলাশয়ের জল দূষিত হয়।এছাড়া,এগুলি ধৌত প্রক্রিয়ার মাধ্যমে ভূগর্ভে যায় এবং ভৌম জল বা ভূগর্ভস্থ জলকে দূষিত করে।
৪. পয়ঃপ্রণালী থেকে নির্গত আবর্জনাঃ-
শহরের পয়ঃপ্রণালী থেকে নির্গত ময়লা ও আবর্জনারাশির মাধ্যমে নদী ও সমুদ্রের জলে দূষণ ঘটে।
৫. সমুদ্রের জলের মিশ্রণঃ-
বড়ো বড়ো জাহাজ বা ট্যাংকার প্রায়শই দুর্ঘটনায় পড়ে। ফলে, বিপুল পরিমাণে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে জল দূষিত হয়।
৬.জল দূষক পদার্থ নিক্ষেপঃ-
এছাড়া,নদ-নদীতে জীবজন্তু,মৃত মানুষের দেহাবশেষ বা প্রতিমা প্রভৃতি ফেললেও জল দূষিত হয়।
0 মন্তব্যসমূহ