হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক (Hard Disk and Floopy Disk):-
মাইক্রোকম্পিউটারের (Hard Disk and Floopy DIsk): মাইক্রোকম্পিউটারের জগতে দুটি অতি সাধারণ নাচকাউঞ্চ মাধ্যম হল হার্ড ডিস্ক এবং ফ্লপি ডিস্ক। প্রাথমিক অবস্থায় পি.সি. কম্পিউটারের (Pc. computer) প্রারম্ভে আই.বি.এম, কম্পানী মাগনেটিক ডিস্কের বদলে ক্যাসেট টেপ ব্যবহার করত। ১৯৮৮ সালের পূর্বে বৃহৎ বাণিজ্যিক রূপে ব্যবহৃত কম্পিউটার মেশিনে শুধুমাত্র হার্ডডিস্কের ব্যবহার হত এবং পি.সি. কম্পিউটারের ক্ষেত্রে হার্ডডিস্কের বদলে ফ্লপি ডিস্ক সঞ্চিত মাধ্যম রূপে ব্যবহার করা হয়। ১৯৯০ সাল থেকে পি.সি. কম্পিউটারের সঞ্চিত মাধ্যম রুপে ফ্লপি ডিস্কের সাথে সাথে হার্ড ডিস্কে ও ব্যবহার করা হয়।
হার্ড ডিস্ক (Hard Disk):-
হার্ড ডিস্কগুলাে প্রধাণত দ্রুতগতি সম্পন্ন সঞ্চিত মাধ্যম এবং অপেক্ষাকৃত অন্যান্য ম্যাগনেটিক ডিস্কের তুলনায় বেশী এবং দীর্ঘাযুক্ত হার্ড ডিস্ক অ্যালুমিনিয়াম প্লেট, (যাহা প্ল্যাটার [Platter] নামে পরিচিত) দ্বারা। গঠিত এবং অত্যন্তশক্তবলে এর নাম হার্ডডিস্ক (Hard Disk)।
প্রাথমিক কালের হার্ডডিস্কের প্রকৃতিঃ-
ফ্লপি ডিস্কের প্রযুক্তি অবসানের পর ম্যাগনেটিক ড্রাম সঞ্চিত অংশ হার্ড ডিস্কের আর্বিভাব ঘটে। এখানে ম্যাগনেটিক ড্রামটিক হলাে ম্যাগনেটিক অক্সাইড আস্তরণযুক্ত শক্ত মেটালিক সিলিন্ডার। এই ড্রামটির ঘূর্ণনের ফলে রিড/রাইট (Platter) হেডের মাধ্যমে তথ্য সমন্বয় ডেটাগুলােকে উদ্ধার (Retrieve) করা হয়। এরূপ ড্রাম সঞ্চিত অংশটিকে অসংখ্য অসুবিধা বর্তমান যার মধ্যে প্রধান অসুবিধা হল বহিরাকৃত অপেক্ষাকৃতভাবে বড়।
১৯৭০ সালে আই.বি.এম.কপোরেশন প্রথম হার্ডডিস্কের ড্রাম প্রযুক্তিটি তৈরীকরে বাজারে আনে। এরূপ ডিস্কটির প্রতি পার্শ্বে ডেটা বা তথ্যের গ্রহণ করার ক্ষমতাহলাে ৩০ মেগাবাইটস (MB)।এইরূপ হার্ডডিস্ক উইনচেষ্টার ডিস্ক নামে পরিচিত, যার খ্যাতি ৩০/৩০ রূপে বিদ্যমান। এই উইনচেস্টার ড্রামটির ব্যাস ছিল। ১৪ ইঞ্চির মতন। এই ড্রামটি আকৃতিগতভাবে বড় এবং ইহার ধারণ ক্ষমতা অত্যন্ত কম থাকার দরুন খুব শীঘ্রই বাজার থেকে ইহা অবলুপ্তি ঘটে। আধুনিক কালেহার্ডডিস্কের ব্যাসহয় ৫.২৫ইঞ্চি থেকে৩.২৫ইঞ্চি এবংউহার ধারণক্ষমতাও থাকে অত্যন্ত বেশী।
দৃঢ় ৰা ফিক্সড হার্ডডিস্ক (Fixed Hard Disk):-
উইনচেস্টার ডিস্কগুলাে ফিক্সড বা দৃঢ় হার্ড ডিস্ক। আই.বি.এম. কপোরেশনের সর্বপ্রথম এই হার্ড ডিস্কের প্রচলন ঘটায়। ফিক্সড বা দৃঢ় হার্ড ডিস্ক বলতে বােঝায়, উহার মধ্যে অবস্থিত ডিস্ক ড্রাইভিং মােটর, রিড/রাইট হেড্ ডিস্কগুলাে একটি ঢাকনা সহ মুখ বন্ধ এবং বায়রুদ্ধ বাক্সের মধ্যে থাকে। ফিক্সড বা দৃঢ় হার্ড ডিস্ক এরূপ বায়ুরুন্ধ ও মুখবন্ধ করা বাক্সের মধ্যে থাকে বলে ইহা ফ্লপি ড্রাইভের থেকে অত্যন্ত দামী।
অনমনীয় বা রিজিডহার্ড ডিস্ক (RIgld Hard Disk):-
হার্ড ডিক্স ফ্লপি ডিক্সের থেকে অত্যন্ত বেশী জোরে ঘুর্ণনের ফলে এবং উহাদের সঞ্চিত করে রাখার ক্ষমতা অত্যন্ত বেশী হওয়ার ফলে, উহারা অত্যন্ত দৃঢ় বা অনমনীয় (Rigid) হয়। হার্ড ডিস্কগুলাে অত্যন্ত দৃঢ় বা অনমনীয় হওয়ার ফলে উহাদের ঘূর্ণন ক্ষমতা অত্যন্ত বেশী হওয়ার দরুণ, উহাদের মধ্যে উবে (Wobble) বা ম্যাগনেটিক ক্ষেত্র তৈরী হয় না। অনমনীয়তার দরুন উহাদের রিড/রাইট হেড়টি ডিস্কের তল থেকে খুবই নিকটে অবস্থান করে। যার মধ্যে দূরত্ব হল দশলাখে একভাগ ইঞ্চি। তথ্য বা রেকর্ডগুলাে ম্যাগনেটিক ক্ষেত্রে খুবই দুর্বলভাবে অবস্থান করে এবং উহারা কাছাকাছি ভাবে প্রায় একত্রিত অবস্থায় পরস্পর অবস্থান করে। এরূপ তথ্যগুলাে একত্রিত ভাবে অবস্থান করার ফলে ডেটা সঞ্চয় করার বা ধারণ করার প্রযুক্তি বা ক্ষমতা অত্যন্ত বেশী হয়। এরূপ তথ্য ধারণক্ষমতা বৃদ্ধির সাথে সাথে হার্ড ডিস্কের বাণিজ্যগত মূল্য বৃদ্ধি পায়। ডিস্কের তলদেশের সহিত হেডের দূরত্ব অত্যন্ত কম হলেও ডিস্কের তলের উপরিভাগে অত্যন্ত ক্ষুদ্র কণা বা এয়ার বা বায়ু কণা অবস্থান করতে না পারে সেই জন্য ডিস্কগুলােকে বায়ুরােধী, মুখবন্ধকরাবাক্সের মধ্যে রাখা হয়। সেই কারণেউহার বাণিজ্যিক মূল্য অত্যন্ত বেশীহয়।
ঘূর্ণন বা দ্রুত পাঁক খাওয়াঃ-
ডিস্কের তলভাগের অনমনীয়তার জন্য ডিস্কের ঘূর্ণন অতি দ্রুত হয়। ডিস্কের ঘূর্ণন প্রতি মিনিটে 3600 থেকে 7200 rmp (Revolution Per Minute) হয়। এই অতি দ্রুত ঘূর্ণনের ফলে ডিস্কের তলদেশে একটিবায়ুরােধী কুশন বা গদির সৃষ্টি হয় যা ডিক্সের তলভাগ এবং হেডের মধ্যে পিচ্ছিলকারক পদার্থরূপে ব্যবহৃত হয়। কিন্তু যদি কোন কণা জাতীয় পদার্থ ডিস্কের তলদেশে উপনিত হয় তাহলে ঐ কণার জন্য ডিস্কের তলদেশের সহিত হেডের পরস্পর ঘর্ষণের ফলে ডিস্ক এবং উহার মধ্যে অবস্থিত ডেটা বা তথ্যগুলাে নষ্ট হয়ে যাবে। এবং ইলেকট্রিক ভােল্টেজের তারতম্যের দরুন এবং ডিস্কের ম্যাগনেটিক তারতম্য হেতু ডিস্ক নষ্ট হয়। সাধারণত হার্ড ডিস্ক তৈরী হয় একটি অখণ্ড একক দ্বারা যদি ডিস্ক প্ল্যাটারের কোন অংশে বাহ্যিক ক্ষতি হয় তাহলে উহাকে পুনরায় সারাই বা ঠিক করা যায় না। হার্ড ডিস্ক কখনােই পরিবর্তনশীল নয়। ইহার জন্য একাধিক বা প্রয়ােজনীয় ডেটা বা তথ্যেকে সঞ্চিত করে রাখা হয় যাকে ব্যাক্-আপ ডেটা (Backup Data) বলে।
হার্ডডিস্ক ড্রাইভার মেকানিজম্বাহার্ডডিস্ক চালানাে পদ্ধতির যান্ত্রিককার্যকলাপ (Hard Disk Driver Machanism):-
হার্ডডিস্ক অবস্থিত রিড/রাইট হেডটি ইলেকট্রিক দ্বারা চালিত মোেটরের মাধ্যমে। এই পরিচালন ব্যবস্থাকে হার্ডডিস্ক ড্রাইভার বা হার্ডডিস্ক পরিচালক বললেও পুরাে হার্ডডিস্কের অংশকেই হার্ডডিস্ক ডাইভার বা পরিচালক বলে। এই হার্ডডিস্কের পরিচালন পদ্ধতিকে কিছু প্রােগ্রাম (Program) বা সফটওয়্যার (Software) দ্বারানিয়ন্ত্রণকরাহয়।সুতরাংহার্ডডিস্ক ড্রাইভারের সহিত সফটওয়্যারও যুক্ত।
ফিক্সড় বা দৃঢ় হার্ড ডিস্কের সহিত স্থানান্তরিত ডিস্কের সম্পর্ক ( Eiyed Hard Disk Driver Versus Removal Disks):-
হার্ড ডিস্কের প্রযুক্তিগত কিছু বাধ্যবাধকতা হল ইহাকে সহজেই আরােহণ করা যায় এবং ইহা কখনই সর্বদা ক্ষুদ্রকার হয় না। যদি হার্ড ডিস্কের তলভাগ বা অন্যান্য আভ্যন্তরীণ অংশ নষ্ট হয় তাহলে উহাকে সারাই ব ঠিক করা যায় না। বহু বৈকালিক প্রযুক্তির গঠন হয়েছে এই ধরণের সীমাবদ্ধতা থেকে হার্ডডিস্ককে রক্ষা করার জন্য এই সকল পদ্ধতিগুলাে ডাইভ এবং রিড/রাইট প্রযুক্তি থেকে হার্ডডিস্ককে সরিয়ে রাখে। এই ধরণের হার্ডড্রাইভ একক কেস্থানান্তরিত বারিমন্ডাল (Removal) ডিস্কবা বেরনালি ডিস্ক বলে।
ডিস্কের গঠন পদ্ধতি বা ডিস্ক ফরম্যাট (DiskFormat):-
পূর্বে নির্ধারিত ডিস্কের তলদেশে যে অংশে তথ্য থাকে সেই অংশে পাতলা আস্তরণ যুক্ত বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ফেরিক অক্সাইড (Fe2O3) অণুগুলো অবস্থান করে।এইসকল অণুগুলো ডিস্কের তলভাগে। বিক্ষিপ্তভাবে অবস্থানের ফলে তথ্যগুলো ডিস্কে ম্যাগনেটিক রূপে মুদ্রিত থাকে।যদি কখন এক বাইট (1 Byte) ডেটা বা তথ্য ডিস্কে লেখা হয় তাহলে ডিস্ক পরিচালক বা ড্রাইভ পরিচালক বা ড্রাইভ ঐ এক বাইট তথ্যকে পুনরায় উদ্ধার করে পড়বার জন্য একটি নিজস্ব প্রযুক্তির ব্যবহার করে। যদি ডিস্কের তলভাগ সর্বত্র সমান হয় তাহলে কম্পিউটারের পক্ষে সত্যি অসাধ্যকর, যে ডেটা বা তথ্যটি লেখা আছে সেটি উদ্ধার করে পড়বার জন্য। এই ধরণের সমস্যা সমাধান করার জন্য কম্পিউটারের ডেটা বা তথ্যটি সহিত দ্বিতীয় ঠিকানা বা অ্যাড্রেস (Address) ব্যবহার করে সহজেই ঐ ডেটা বা তথ্যকে পুনরায় উদ্ধার করতে পারবে এবং উহাকে বার বার পড়া যাবে ও প্রয়োজনে উহাকে পরিবর্তন ও করা যাবে। এই পদ্ধতির প্রয়ােগ করার জন্য। ডিস্কের তলভাগে ম্যাগনেটিক চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নের মধ্যে ডিস্কের গঠন প্রকৃতি বা ডিস্কের ফরম্যাট (Disk Format) থাকে।
0 মন্তব্যসমূহ