পরিমাপের একক এবং এককের প্রয়ােজনীয়তা গুরুত্ব কি? Units and its utility ভৌতবিজ্ঞান , নবম শ্রেণী

(Units and its utility )পরিমাপের প্রয়ােজনীয়তা:-


আধুনিক বিজ্ঞান পরিমাপের উপর দাড়িয়ে আছে। ইন্দ্রিয়ের সাহায্যে কোন রাশির আনুমানিক পরিমাপ করা গেলেও সঠিক এবং নির্ভুল পরিমাপ ক নয়। যেমন ধরি, আমার হাতের পেনসিলটিকে দেখে মনে হয় যে ওটা 5 সেমি লম্বা, স্কেল দিয়ে মাপলে দেখা যাবে সেটি সাড়ে পাঁচ সেমি লম্বা। কাজেই দেখা যাচ্ছে, কোন সঠিক মাপ জানার জন্য নির্ভুল পরিমাপের প্রয়ােজন।

পরিমাপের এককঃ-

কোন ভৌত রাশির একটি নির্দিষ্ট এবং সুবিধা পরিমাণকে প্রমাণ ধরে, প্রদত্ত রাশিটির পরিমাণ, এই প্রমাণ মানের কতগুণ হয় তা মেপে ঐ জাতীয় সব রাশির পরিমাপ করা হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকে ঐ রাশির একক বলে।  

এককের প্রয়ােজনীয়তা:-

 (i) ‘ঘরটি বেশ লম্বা’ বললে——ঘরটির দৈর্ঘ্য সম্বন্ধে এক- একজনের এক-এক রকম ধারণা হবে। ‘ঘরটি কুড়ি মিটার লম্বা’ বললে--ঘরটির দৈর্ঘ্য সম্বন্ধে আমাদের মনে সঠিক একটি ধারণা হয়। এখানে দৈর্ঘ্য একটি ভৌত রাশি—এর পরিমাপের জন্য মি্টারকে এককরূপে ব্যবহার করা হয়েছে। এক মিটারের দৈর্ঘ্য জানা আছে, কাজেই বােঝা গেল ঘরটির দৈর্ঘ্য, এক মিটার দৈর্ঘ্যের 20 গুণ।


(ii) ‘বাজার থেকে কেনা ডালের ওজন 5' একথা বললে ডালের সঠিক পরিমাণ সম্বন্ধে কি যায় না। যদি বলা হয় যে 5 কিলােগ্রাম ডাল আনা হয়েছে—তাহলে ডালের পরিমাণটি সঠিক কে যায়। সেজন্য কিলােগ্রামকে এখানে ভরের একক হিসাবে ব্যবহার করা হয়েছে।

    সুতরাং দেখা গেল, প্রত্যেক ভৌত বা প্রাকৃতিক রাশির সঠিক পরিমাপের জন্য এক-একটি এক প্রয়ােজন। এককহীন পরিমাপের কোন মানে হয় না। একক না থাকলে কোন রাশিই পরিমাপ না। ভৌত রাশি পরিমাপের দুটি অংশ---

(i) প্রথমটি রাশিটির এককের তুলনায় প্রদত্ত রাশিটি কতগুন হয় সেই সংখ্যা (20, 5,) এবং

(ii) দ্বিতীয় প্রদত্ত রাশিটির একক হল (যেমন—মিটার, কিলােগ্রাম, মিনিট ইত্যাদি)। 


একক বিহীন রাশি:-

অনেক ভৌত রাশির একক থাকে না। যে সব ভৌত রাশিকে ৮ সমজাতীয় রাশির অনুপাত দিয়ে পরিমাপ করা হয় সেই সব রাশির কোন একক থাকে না। যেমন—মৌলের পারমাণবিক

গুরুত্বঃ-


   মৌলটির ১টি পরমাণুর ভর 

=  -----------------------------------------

   1টি হাইড্রোজেন পরমাণুর ভর


এখানে পারমাণবিক গুরুত্ব হল 2টি সমজাতীয় রাশির (ভরের) অনুপাত। তাই পারমাণবিক গুরুত্বের কোন একক নাই—একটি সংখ্যা মাত্র। অনুরূপে আপেক্ষিক গুরুত্ব হল এককহীন সংখ্যা। পারদের আপেক্ষিক গুরুত্ব = 13.6, কার্বনের পারমাণবিক গুরুত্ব = 12 ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ