সর্বকালের সেরা ক্যইজ, CURRNET G.K ,আমাদের জাতীয় সঙ্গীত গাইবার সময় সীমা কত?,ভারতের জাতীয় পশু কী ?,দিল্লীর আগে ভারতের রাজধানী কোথায় ছিল?, রক্তের গ্রুপ কে আবিস্কার করেন?, ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ?, কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়?, পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?

  সর্বকালের সেরা কুইজঃ


     



প্রঃ - ভারতবর্য কথাটি প্রথম কোথায় পাওয়া যায় ? 


উঃ - ঋগ্বেদে।


প্রঃ - ভারতে প্রথম টাকার প্রচলন হয় কার আমলে ? 


উঃ – সমুদ্রগুপ্তের আমলে। 


প্রঃ - আমাদের জাতীয় সঙ্গীত গাইবার সময় সীমা কত? 


উঃ - বাহান্ন সেকেন্ড। 


প্রঃ - ভারতের জাতীয় পশু কী ? 


উঃ - রয়্যাল বেঙ্গল টাইগার। 


প্রঃ - ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? 


উঃ - সুকুমার সেন। 


প্রঃ - পথিবীর মােট জনসংখ্যার কত অংশ ভারতে বসবাস করে? 


উঃ ১৬ শতাংশ। 


প্রঃ - ভারত কত সালে রাষ্ট্রপুঞ্জের সদস্য পদ লাভ করে ? 


উঃ - ১৯৪৫ সালে। 


প্রঃ - কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে ? 


উঃ - পারসিক। 


প্রঃ - ভারতের জাতীয় ফল কী? 


উঃ - আম। 


প্রঃ - ভারতে কবে থেকে মাতৃকালীন ছুটি আইন চালু হয়? 


উঃ - ১৯৬১ সালে। 


প্রঃ - অন্ধ মানুষদের লেখাপড়ার পদ্ধতিটির নাম কী? 


উঃ - লুই ব্রেইল পদ্ধতি। 


প্রঃ - দিল্লীর আগে ভারতের রাজধানী কোথায় ছিল?

 

উঃ - কলকাতা, ১৯১১ সাল পর্যন্ত ।


প্রঃ - কোন গ্রহের পশ্চিম দিকে সূর্যোদয় হয় এবং অস্ত যায় পূর্ব দিকে? 


উঃ -  ভেনাস গ্রহ ।

 

প্রঃ - মাউন্ট এভারেস্টের পূর্বে কী নাম ছিল ? 


উঃ - ১৫৮৬ সালের আগে এভারেস্টের নাম ছিল— এক্স, ভি, পিক।


প্রঃ -  রবীন্দ্রনাথের প্রথম জন্মদিনের উৎসব অনুষ্ঠিত হয় কত সালে? 


উঃ-১২৯৪-এর পচিশে বৈশাখ, ১৮৮৭ সালের ৭ মে, কবির ভাগনি সরলাদেবীর প্রচেষ্টায়, তখন তাঁর বয়স ২৭।


প্রঃ - ভারতে স্বাধীনতার পর প্রথম কার ফাসি হয়েছিল? 


উঃ -  নাথুরাম গদ্‌সের  ১৯৪১ সালের পঁচিশে বৈশাখ।


প্রঃ - কবিগুরু তার শেষ জন্মদিনে কি গান রচনা করেছিলেন? 


উঃ - হে নূতন দেখা দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ।

 

প্রঃ - ক্রিকেট ব্যাট তৈরি হয় কী কাঠ দিয়ে? 


উঃ - উইলাে কাঠ দিয়ে। 


প্রঃ - প্রথম কোন ভারতীয় নােবেল পুরস্কার পান? 


উঃ - রবীন্দ্রনাথ ঠাকুর। 


প্রঃ - প্রথম কোন বাঙালী জ্ঞানপীঠ পুরস্কার পান ?


উঃ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। 


প্রঃ - লণ্ডনের আগে ইংলণ্ডের রাজধানী কোথায় ছিল? 


উঃ - উইনচেষ্টার।


প্রঃ - দামােদর ভ্যালি কর্পোরেশনের প্রথম নক্সাটি তৈরি করেন কে? 


উঃ - মেঘনাদ সাহা। 


প্রঃ - কোন দেশের লােকেরা সবচেয়ে বেশি চকোলেট খান? 


উঃ - সুইজারল্যাণ্ডের লােকেরা, জনপ্রতি গড়ে বছরে প্রায় সাড়ে এগারাে কেজি।


প্রঃ - লিখে পরীক্ষা দেবার রীতি কোন সময়থেকে চালু হয়?


উঃ - ১৭০২ খ্রিষ্টাব্দে ইংল্যান্ডের কেজি ট্রিনিটি কলেজে সর্বপ্রথম লিখে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু হয়। 


প্রঃ - কোন সাপ চলার সময় ঝম ঝম শব্দ হয় ? 


উঃ - দক্ষিণ আমেরিকার এক ধরনের সাপ, নাম র‍্যাটেল স্নেক। 


প্রঃ - টুথব্রাশের আবিষ্কারক কে? 


উঃ -উইলিয়ম অ্যাডিস। তিনি কারাবাসে থাকাকালীন এই আবিষ্কার করেছিলেন। 


প্রঃ - “সারে জাঁহা সে আচ্ছা” গানটি কার লেখা ? 


উঃ - মহম্মদ ইকবাল। 


প্রঃ - ‘Post Card' কবে চালু হয়? 


উঃ - ১৮০৮ সালে অষ্ট্রীয়াতে। 


প্রঃ -  সত্যজিৎ রায়ের শখ কী ছিল? 


উঃ -পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের পুরােনাে রেকর্ড জমানাে। 


প্রঃ - একটি ছয় বছরের শিশু গড়ে দিনে কতবার হাসে? 


উঃ - কমবেশী ৩০০বার। 


প্রঃ - পথিবীর দীর্ঘতম সাপের কী নাম?


উঃ - অ্যানাকোণ্ডা ৩৭ ফুট লম্বা, ওজন ১০০০ পাউণ্ড। 


প্রঃ - পিতল কী কী ধাতু দিয়ে তৈরি ? 


উঃ - কপার ও জিঙ্ক।


প্রঃ - কোন শহরকে বাতাসের শহর বলা হয়? 


উঃ - আমেরিকার শিকাগােকে। 


প্রঃ - সলমন রুশদি বিখ্যাত হয়েছিলেন কোন বইটি লিখে? 


উঃ স্যাটানিক ভার্সেস। 


প্রঃ - ‘হ্যাপিবার্থ ডে টু ইউ' গানটি কে লিখে ছিলেন ? 


উঃ - মিলড্রেড জে এবং প্যাটি স্মিথ হিল ১৯৩৬ সাল। 


প্রঃ - অক্সিজেন কথাটির আক্ষরিক অর্থ কী? 


উঃ - অম্ল উৎপাদক। 


প্রঃ - মানুষের সবচেয়ে বড় ইন্দ্রিয় কোনটি? 


উঃ - দেহের চামড়া।


প্রঃ - কোন প্রাণী তিরিশটি হাতির ওজনের সমান? 


উঃ - নীলতিমি।


প্রঃ - সবচেয়ে বড় সামুদ্রিক স্তন্যপায়ী প্রানীর নাম কী? 


উঃ - তিমি।


প্রঃ - টারজানের ছেলের নাম কী?

 

উঃ - কোরাক। 


প্রঃ - অলিম্পিকের পাঁচটি রিং-এর মানে কী? 


উঃ - পাঁচটি মহাদেশের প্রতীক।


প্রঃ - টাইটানিক চলচ্চিত্রের পরিচালকের নাম কী?

 

উঃ- জেমস ক্যামেরন।


প্রঃ - কোন কবি কবিতা লেখার আগে সাদা জামা পরে নিতেন? 


উঃ - পি, বি, শেলি।


প্রঃ - রবীন্দ্রনাথের ইংরাজী গীতাঞ্জলির ভূমিকা কে লিখেছিলেন ?


উঃ - উইলিয়াম বাটলার ইয়েটস। 


প্রঃ - বিশ্বের সবচেয়ে বড় মহাকাব্য কী ? 


উঃ - মহাভারত। 


প্রঃ - কোন রক্ত কনিকা রােগ জীবাণু ধ্বংস করে ?


উঃ - শ্বেত রক্ত কনিকা। 


প্রঃ - ভিটামিন আবিস্কার করেন কে? 


উঃ - ১৯১২ সালে বিজ্ঞানী ফ্রাঙ্ক ।


প্রঃ - বৈদ্যুতিক বালের ফিলামেন্ট তৈরি হয় কোন ধাতুর তার দিয়ে ? 


উঃ - টাংস্টে। 


প্রঃ - দেহে নাইট্রোজেন যােগান কোথা থেকে পাওয়া যায়?

 

উঃ - প্রােটিন। 


প্রঃ - সবচেয়ে হাল্কা ধাতু কী?


উঃ - লিথিয়াম।


প্রঃ - বিনয়-বাদল-দীনেশ কবে রাইটার্স বিল্ডিং অভিযান করেন?


উঃ - ১৯৩০ সালের ৮ই ডিসেম্বর। 


প্রঃ - VCR তৈরি হয় কত সালে? 


উঃ - ১৯৫৬ সালে। 


প্রঃ - বিদেশে কোথায় ৩৮ক্স ডাক্তার ভারতীয় ? 


উঃ - আমেরিকা যুক্তরাষ্ট্রে। 


প্রঃ - স্পেন শব্দটির আক্ষরিক অর্থ কী? 


উঃ - The Land of Rabbits।


প্রঃ -  ইন্টারনেটের মাধ্যমে প্রথম দ্ব-প্ত পাঠানাে হয় কবে থেকে?

 

উঃ - ১৯৭২ সালে।


প্রঃ - শামুক কত দিন ঘুমায়? 


উঃ - তিন বছর।


প্রঃ - শিশু জন্মের সময় দেহে কতটি হাড় থাকে? 


উঃ - ৩০০ টি। 


প্রঃ - পূর্ণ বয়স্ক হলে হাড়ের সংখ্যা হয় কতগুলি? 


উঃ - ২০৬ টি।


প্রঃ - একজন সাধারণ মানুষ সারাজীবন দাড়ি না কামালে তা কত লম্বা হবে?


উঃ - তিরিশ ফুট।


প্রঃ - পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাশাস্ত্র কী? 


উঃ - ভারতের আয়ুর্বেদ।


প্রঃ - আঙ্গুলের ছাপ প্রত্যেকের আলাদা হয়, ঐরূপ দেহের আর কোন্ অঙ্গের ছাপ ৩ প্রত্যেকের আলাদা হয়? 


উঃ - জিভের ছাপ। 


প্রঃ - কোন দেশের আশি শতাংশ মানুষদের পছন্দের রঙ নীল? 


উঃ - আমেরিকানদের। 


প্রঃ - কোন শহরে যত মানুষ আছে তার চেয়ে বেশি টেলিফোন আছে? 


উঃ - ওয়াশিংটন। 


প্রঃ - চার বছরের বাচ্চা গড়ে দিনে কত প্রশ্ন জিজ্ঞেস করে ? 


উঃ - চারশ।


প্রঃ - একজন মানুষ ঘন্টায় গড়ে কতটি শব্দ বলে ? 


উঃ – ৪৮৫০টি।


প্রঃ - একজন সুস্থ মানুষ দিনে গড়ে কতবার হাসেন ?


উঃ - পাঁচবার। 


প্রঃ - রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলে সর্বপ্রথম কে সম্মানিত করেন? 


উঃ- ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 


প্রঃ - ইংরাজিতে স্কুল কথাটি এসেছে কোথা থেকে? 


উঃ - গ্রীক শব্দ থেকে। 


প্রঃ -  রবীন্দ্রনাথ কি কি ছদ্মনামে লিখতেন? 


উঃ - আন্নাকালী, পাকড়াশী, ভানুসিং প্রভৃতি নামে। 


প্রঃ – ডুবে যাওয়ার সময় টাইটানিক জাহাজে কত যাত্রী ছিল ?

 

উঃ - ২২২৭ জন।


প্রঃ - কোন ভারতীয় ১৮ টি ভাষায় এম. এ. পাশ করেন ও ৩৪ টি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন?

 

উঃ – হরিনাথ দে।


প্রঃ - রবীন্দ্রনাথকে প্রথম কে গুরুদেব সম্মানে সম্মানিত করেন? 


উঃ - মহাত্মা গান্ধী। 


প্রঃ - কম্পিউটার কে আবিস্কার করেন?

 

উঃ - চার্লস ব্যাবেজ। 


প্রঃ - রবীন্দ্রনাথের কোন গল্পটি প্রথম ইংরাজীতে অনুবাদ করা হয়? 


উঃ - বিচারক।


প্রঃ - শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরােষে বাজেয়াপ্ত হয়েছিল?

 

উঃ - পথের দাবী। 


প্রঃ - রাজ্যসভা সদস্য হতে গেলে প্রার্থীর নুন্যতম বয়স কত হবে? 


উঃ - ৩০ বছর। 


প্রঃ - ভারত সরকারের টাকা ও স্ট্যাম্প ছাপা হয় কোথায় ? 


উঃ - নাসিক-এ। 


প্রঃ - পশ্চিম বাংলায় প্রথম ট্রেন চলেছিল কবে?


উঃ - ১৫ই আগষ্ট ১৮৫৪ (হাওড়া থেকে হুগলী পর্যন্ত)। 


প্রঃ - কতসালে ২৪ পরগণা জেলা দুই ভাগে বিভক্ত হয়? 


উঃ - ১৯৮৬ সালে ১লা মাছ। 


প্রঃ - কত সালে মেদিনীপুর জেলা ভাগ হয়? 


উঃ - ২০০২ সালের ১লা জানুয়ারী। 


প্রঃ - কত সালে মুর্শিদাবাদ জেলার জন্ম হয় ? 


উঃ - ১৭৮৬ সালে ১৮ই এপ্রিল। 


প্রঃ - কোন জেলা থেকে হুগলী জেলার জন্ম হয়? 


উঃ - বর্ধমান। 


প্রঃ - ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ? 


উঃ - রাজা রামমােহন রায়। 


প্রঃ - একজন প্রাপ্ত বয়স্কের মিনিটে কতবার হৃদস্পন্দন হয় ? 


উঃ - ৭২ বার। 


প্রঃ - রক্তের গ্রুপ কে আবিস্কার করেন?

 

উঃ - স্টেইনার এবং কার্ল বিজ্ঞানীদ্বয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ