প্রশ্নঃ- পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

প্রশ্নঃ- পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।


উত্তরঃ-


রাষ্ট্র শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো State। ভারতের সংবিধানে (১) নং ধারায়  ভারতকে একটি ''Union of State‘’ বলা হয়েছে।  এখানে ২৫ টি State আছে । এদের নিয়ে ভারত রাষ্ট্র গঠিত।  সে দিক থেকে পশ্চিমবঙ্গের একটি স্টেট (State)বলতে হয়। মার্কিন যুক্তরাষ্ট্রেও স্টেট (State) বলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় পশ্চিমবঙ্গ রাজ্য বলা যাবেনা। কারণ, রাষ্ট্র সম্পর্কে অধ্যাপক গার্নার যে সংজ্ঞা দিয়েছন তাতে রাষ্ট্রের প্রধান  চারটি বৈশিষ্ট্য আছে।




              পশ্চিমবঙ্গ

এগুলি হল :

(ক) জনসমষ্টি

(খ) নির্দিষ্ট ভূখন্ড

(গ) সরকার ও

(ঘ) সার্বভৌমকতা

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য আছে। যেমন, এর

(ক) একটি নির্দিষ্ট ভূখণ্ড আছে

(খ) জনসমষ্টি আছে এবং

(গ) একটি সরকার আছে। কিন্তু তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ কে রাষ্ট্র বলা যাবে না।

কারণ --

প্রথমতঃ-  এর সার্বভৌমিকতা নেই একে কেন্দ্রের অধীনে থেকে কাজ করতে হবে। কেন্দ্রের বিরোধী কোন আইন করলে তা বাতিল হয়ে যাবে।


দ্বিতীয়তঃ-  পশ্চিমবঙ্গের সঙ্গে কোনো চুক্তি কূটনৈতিক সম্পর্ক করতে পারবে না।


তৃতীয়তঃ-  পশ্চিমবঙ্গের প্রধান শাসক হলেন রাজ্যপাল। অথচ তিনি কেন্দ্রের মনোনীত ব্যক্তি। পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র হলে কেন্দ্র তার প্রতিনিধি হিসেবে রাজ্যপালকে মনোনীত করতে পাঠাতে প্রার্থনা।


চতুর্থতঃ- কেন্দ্র ইচ্ছা করলে পশ্চিমবঙ্গের সীমানা পরিবর্তন করতে পারে। পশ্চিমা সার্বভৌম হলে কেন্দ্র এভাবে সীমানা পরিবর্তন করতে পারত না।


পঞ্চমতঃ- কেন্দ্র প্রয়োজন মনে করলে কেন্দ্রীয় শাসন রাজ্যের উপর চাপিয়ে দিতে পারে। পশ্চিমবঙ্গ স্বাধীন রাষ্ট্র হলে কেন্দ্র তার শাসনভার রাজ্যের উপর চাপিয়ে দিতে পারতো না। 





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ