ইতিহাসের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন
(১) বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন?
উঃ - শশাঙ্ক ।
(২) শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল?
উঃ - কর্ণ সুবর্ণ (মুর্শিদাবাদ জেলা) ।
(৩) হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উঃ - ৬০৬ খ্রিস্টাব্দে।
(৪) ‘শিলাদিত্য’উপাধি কে গ্রহণ করেন?
উঃ - হর্ষবর্ধন।
(৫) হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতবর্ষে আসেন?
উঃ - চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ।
(৬) কাকে ‘উত্তরাপথের’ সর্বাধিনায়ক বলা হয়?
উঃ - হর্ষবর্ধন কে।
(৭) হর্ষবর্ধনের রাজধানীর নাম কি?
উঃ - হর্ষবর্ধনের রাজধানীর নাম কনৌজ।
(৮) হিউয়েন সাঙ এর বিবরণের নাম কি?
উঃ - সি-ইউ-কি।
(৯) বানভট্ট কার সভাকবি ছিলেন? তাঁর রচিত গ্রন্থের নাম কি?
উঃ - বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। তাঁর রচিত গ্রন্থ হর্ষচরিত।
(১০) হর্ষবর্ধনের রাজত্বকাল অধ্যাপক কে ছিলেন?
উঃ - আচার্য শীলভদ্র।
(১১) পূর্ব ভারতের শ্রেষ্ঠ বন্দর এর নাম কি ছিল?
উঃ - তাম্রলিপ্ত তমলুক ।
(১২) পাল বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - গোপাল। (৭৫০খ্রিস্টাব্দ-৭৭০ খ্রিস্টাব্দ) ।
(১৩) পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
উঃ - দেবপাল।
(১৪) রামচরিত কে রচনা করেন?
উঃ - সন্ধ্যাকর নন্দী।
(১৫) কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন?
উঃ - বল্লাল সেন।
(১৬) সেন বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - হেমন্ত সেন।
(১৭) সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
উঃ - বিজয় সেন (১১২৫-১১৫৮খ্রিস্টাব্দ)।
(১৮) অদ্ভুত সাগর দানসাগর কে রচনা করেন?
উঃ - বল্লাল সেন।
(১৯) গীতগোবিন্দ কে রচনা করেন?
উঃ - জয়দেব।
(২০) ‘পবনদূত’ কে রচনা করেন?
উঃ - ধোয়ী ।
(২১) অতীশ কে ছিলেন?
উঃ - বিক্রমশিলা মহাবিহারের বৌদ্ধ শাস্ত্রে মহাপন্ডিত একজন বাঙালি অধ্যাপক।
(২২) চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - প্রথম পুলকেশী।
(২৩) প্রথম পুলকেশীর রাজধানী কোথায় ছিল?
উঃ - বাতাপি নগর।
(২৪) চালুক্য বংশের সর্বশেষ রাজা কে ছিলেন?
উঃ - দ্বিতীয় পুলকেশী।(৬১০- খ্রিস্টাব্দ -১১২৮ খ্রিষ্টাব্দ)।
(২৫) দ্বিতীয় পুলকেশী রাজ্য বিস্তারের বর্ণনা কোন লিপি হইতে জানা যায়?
উঃ - আইহো লিপি থেকে।
(২৬) আরব পর্যটক সুলেমান কার সময় ভারতে আসেন?
উঃ - রাষ্ট্রকূটরাজ অমঘবর্ষের রাজত্বকালে।
(২৭) কে বিক্রমাংকদেব চরিত্র রচনা করেন?
উঃ - ষষ্ঠ বিক্রমাদিত্যের সভাকবি বিলহণ।
(২৮) প্রথম স্বাধীন রাজা কে ছিলেন?
উঃ - শিবস্কন্দ বর্মন।
(২৯) মশলা দ্বীপ কাকে বলা হত?
উঃ - ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মসলার প্রাচুর্য থাকার জন্য এই অঞ্চলকে ‘মসলার দ্বীপ’ বলা হত।
(৩০) ধীমান কে ছিলেন?
উঃ - পাল যুগের শ্রেষ্ঠ ভাস্কর চিত্রশিল্পী ও ধাতুমূর্তি নির্মাতা।
(৩১) কোন সময়কে মধ্যযুগ বলা হয়?
উঃ - ভারতের দ্বাদশ শতক হইতে অষ্টাদশ শতককে মধ্যযুগ বলা হয়।
(৩২) অলবিরুনী বিরচিত ঐতিহাসিক গ্রন্থটির নাম কি?
উঃ - ‘তহকি-ই-হিন্দ’।
(৩৩) ইবন- বতুতার রচিত গ্রন্থটির নাম কি?
উঃ - বেহলা (Rehla) অর্থাৎ ‘শফরনামা’।
(৩৪) আরগন কত খ্রিস্টাব্দে হিন্দু জয় করে?
উঃ - ৭১২ খ্রিস্টাব্দে।
(৩৫) হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন?
উঃ - ৬৩২ খ্রিস্টাব্দে।
(৩৬) গজনী রাজ্য কোথায় অবস্থিত ছিল?
উঃ - আফগানিস্তা নে।
(৩৭) সুলতান মাহমুদ কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উঃ - ৯৯৮ খ্রিস্টাব্দে।
(৩৮) সোমনাথ মন্দির কোথায় অবস্থিত ছিল?
উঃ - গুজরাটের সমুদ্র তীরে।
(৩৯) সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?
উঃ - সতের বার।
(৪০) আল বিরুনী কে? তিনি কখন ভারতবর্ষে আসেন?
উঃ - মুসলমান দার্শনিক। সুলতান মাহমুদের ভারত অভিযানের সময় তিনি ভারতে আসেন।
(৪১) সুলতান মাহমুদের পর ভারতে দ্বিতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন?
উঃ - মোহাম্মদ ঘুরী ।
(৪২) পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন?
উঃ - চৌহান বংশের রাজা ছিলেন।
(৪৩) পৃথ্বীরাজের সহিত মহম্মদ ঘুরীর কোথায় যুদ্ধ হয়এর যুদ্ধ হয়?
উঃ - ভাতিন্দার সন্নিকটে তরাইন নামক স্থানে।
(৪৩) তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল?
উঃ -১১৯১ ও ১১৯২ খ্রিস্টাব্দে ।
(৪৪) দিল্লির সুলতানি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
উঃ -১২০৬ খ্রিস্টাব্দে।
(৪৫) দাস বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - কুতুবউদ্দিন আইবক।
(৪৫) কাকে ভারতের সার্বভৌম মুসলমান রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা বলা হয়?
উঃ - ইলতুৎমিস কে।
(৪৬) দিল্লির প্রথম ও শেষ নাই সুলতান কে ছিলেন?
উঃ - সুলতানা রাজিয়া।
(৪৭) কি নিজেকে ‘ভগবানের নিপীড়নযন্ত্র’ বলে অভিহিত করতেন?
উঃ - চেঙ্গিজ খাঁ।
(৪৮) খলজি বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - জালাল উদ্দিন খলজি।
(৪৯) বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উঃ - আলাউদ্দিন খলজি।
(৫০)আলাউদ্দিন খলজির সেনাপতির নাম কি?
উঃ - মালিক কাফুর।
(৫১) তৈমুর লং কত খ্রিস্টাব্দে ভারতে আসেন?
উঃ -১৩৯৮ খ্রিস্টাব্দে ভারতে আসেন।
(৫২) কত খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ হয়?
উঃ -১৫২৬ খ্রিস্টাব্দে।
(৫২) পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ - ইব্রাহিম লোদীর সঙ্গে কাবুলের শাসন কর্তা বাবরের।
(৫৩) ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কে?
উঃ - বাবর।
(৫৪) কাকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?
উঃ - আকবর কে।
(৫৫) হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উঃ - আকবর ও রানা প্রতাপ এর মধ্যে।
(৫৬) হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল?
উঃ - ১৫৭৬ খ্রিস্টাব্দের ১৮ 8ই জুন।
(৫৭) শিবাজীর অভিভাবক ছিলেন কে?
উঃ - দাদাজি কোন্ডদেব।
(৫৮) শেষ মুঘল সম্রাট কে ছিলেন?
উঃ - দ্বিতীয় বাহাদুর শাহ।
(৫৯) কত খ্রিস্টাব্দে নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন?
উঃ - ১৭৩৯ খ্রিস্টাব্দে।
(৬০) মারাঠাদের প্রথম পেশোয়া কে ছিলেন?
উঃ - বালাজি বিশ্বনাথ।
(৬১) ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে?
উঃ - ১৭৫৬ খ্রিস্টাব্দে।
(৬২) কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন?
উঃ - লর্ড ক্লাইভ।
(৬২) ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
উঃ - ওয়ারেণ হেস্টিংস।
(৬৩) ‘শ্রী কৃষ্ণ কীর্তন’ কাব্যের রচয়িতা কে?
উঃ - চন্ডীদাস।
(৬৩) ‘সফরনামা’ কাব্যের রচয়িতা কে?
উঃ - ইব্রাহিম কায়ুম ফারুকী।
(৬৪) ‘মনসা মঙ্গল’ কাব্যের রচয়িতা কে?
উঃ - বিজয় গুপ্ত।
(৬৫) সর্বপ্রথম কে ‘মহাভারত’ বাংলা ভাষায় অনুবাদ করেন?
উঃ - চট্টগ্রামের শাসনকর্তা পরাগোল খার পৃষ্ঠপোষকতায় পরমেশ্বর সর্বপ্রথম
মহাভারত বাংলা ভাষায় অনুবাদ করেন।
(৬৬) বাহমনী রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ - আলাউদ্দিন বাহমান শাহ।
(৬৭) কত খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধ হয়?
উঃ - ১৫৬৫ খ্রিস্টাব্দে।
(৬৮) দিল্লির কোন সুলতান কে পাগলা রাজা বলা হয়?
উঃ - মহম্মদ বিন তুঘলক কে।
(৬৯) দিল্লির কোন সুলতান তাম্র মুদ্রা প্রচলন করেন?
উঃ - মহম্মদ বিন তুঘলক।
(৭০) তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - গিয়াসউদ্দিন তুঘলক।
(৭১) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?
উঃ - বহলুল লোদী।
(৭২) বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উঃ - কৃষ্ণদেব রায়।
(৭৩) সুফী শব্দের অর্থ কি?
উঃ - পশম। সু্ফীরা পশমের আচ্ছাদন ব্যবহার করতেন।
(৭৪) শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন?
উঃ - গুরু নানক।
(৭৫) বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন?
উঃ - চৈতন্যদেব।
(৭৬)কে ঈশ্বরকে রাম,হরি আল্লাহ ও সাই নামে ডাকতেন?
উঃ - কবির।
(৭৭) ভারতের কয়েকজন সুফি- সন্তর নাম বল?
উঃ - মইন- উদ্দিন চিশতি, নিজাম উদ্দিন আউলিয়া,শাহজালাল।
(৭৮) হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয়?
উঃ - আমির খসরু কে।
(৭৯) কে সর্বপ্রথম উর্দু ভাষার ব্যবহার করেন?
উঃ - আমির খসরু।
(৮০) শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে?
উঃ - মালাধর বসু।
(৮১) ’মোগল’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উঃ - মোঙ্গল শব্দ থেকে।
(৮২) বাবর কথার অর্থ কি?
উঃ - ব্যাঘ্র।
(৮৩) খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়?
উঃ - ১৫২৭ খ্রিস্টাব্দে বাবর এর সহিত সংগ্রাম সিংহের।
(৮৪) ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়?
উঃ - মোগলদের শহীদ আফগানদের।
(৮৫) শের খাঁর আদি নাম কি ছিল?
উঃ - ফরিদ খাঁ।
(৮৬) শের শাহের সমাধি কোথায় আছে?
উঃ - সাসারামে।
(৮৭) চৈতক কার নাম?
উঃ - রানা প্রতাপ এর ঘোড়ার নাম।
(৮৭) দ্বীন-ই-ইলাহী ধর্ম কে প্রবর্তন করেন?
উঃ - সম্রাট আকবর।
(৮৮) টোডর মল কে ছিলেন?
উঃ - আকবরের রাজসভার সর্বশ্রেষ্ঠ রত্ন।
(৮৯) ‘আকবরনামা’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ - আবুল ফজল।
(৯০) ‘রামচরিত মানস’ কে রচনা করেন?
উঃ - তুলসীদাস।
(৯১) তাজমহল কে নির্মাণ করান?
উঃ - শাহজাহান।
(৯২) ময়ূর সিংহাসন কে নির্মান করা?
উঃ - শাহজাহান।
(৯৩) জাহাঙ্গীরের দরবারে কোন্ ইংরাজ দূত হিসাবে এসেছিলেন?
উঃ - স্যার টমাস রো।
(৯৪) কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়?
উঃ - ১৭০৭ খ্রিস্টাব্দে।
(৯৫) শেষ মুঘল সম্রাটের নাম কি?
উঃ - দ্বিতীয় বাহাদুর শাহ।
(৯৬) নাদির শাহ কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন?
উঃ - ১৭৩৯ খ্রিস্টাব্দে।
(৯৭) কত খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খাঁ বাংলার দেওয়ান নিযুক্ত হন?
উঃ - ১৭০০ খ্রিস্টাব্দে।
(৯৮) রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উঃ - সাদাত খাঁ।
(৯৮) শিকদের ধর্মগ্রন্থের নাম কি?
উঃ - গ্রন্থসাহেব।
(৯৯) পেশোয়া তন্ত্রের প্রতিষ্ঠাতা কে?
উঃ - বালাজি বিশ্বনাথ।
(১০০) পানিপথের তৃতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল?
উঃ - ১৭৬১ খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে আফগানিস্তানের সম্রাট আহাম্মদ শাহ আবদালির মধ্যে।
0 মন্তব্যসমূহ