বায়ুমন্ডলের চাপের তারতম্যের প্রধান কারণ কি?
প্রধানত চারটি কারণে বায়ুমন্ডলের চাপের তারতম্য হয়ঃ-
[১] বায়ুমণ্ডলেরঃ-
বায়বীয় পদার্থের নিম্নতম স্তরের যে অংশ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূপৃষ্ঠের সংলগ্ন হয়ে থাকে, তাই সাধারণত বায়ুমণ্ডল নামে পরিচিত।বায়ুমণ্ডলের পরিসীমাপ্রায় ১০,০০০ কিলোমিটার ধরা হলেও বায়ুমণ্ডলের ৯৯%ভর ভূপৃষ্ঠের ৩২ কিলোমিটারের মধ্যে অবস্থিত।বায়ুমণ্ডলের এই অংশ সংরক্ষণ করে এবং এই অংশের চাপ আমরা অনুভব করি।
[২] বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যঃ-
জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর চেয়ে হালকা। সেইজন্য জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু জলীয় বাষ্পহীন শুকনো বায়ুর চেয়ে হালকা এবং এর চাপও অপেক্ষাকৃত কম।এইজন্য বর্ষাকালে জলীয়বাষ্পপূর্ণ বায়ুর চাপ গ্রীষ্মকালের শুষ্ক বায়ুর তুলনায় কম।
[৩] বায়ুর উষ্ণতাঃ-
তাপমাত্রার ভিত্তিতে বায়ু প্রসারিতহয়এবং হালকা হয়ে যায়।হালকা বায়ুর চাপ ও কম হয়। অতএব, বায়ুতে যখন তাপ বেশি হয় তখন বায়ুর চাপ কম হয়।একইভাবে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুর চাপ ও বৃদ্ধি পায়।বায়ুচাপ সম্পূর্ণভাবে উষ্ণতার উপর নির্ভরশীল, কাজেই উষ্ণতার সঙ্গে বায়ুর চাপ বিপরীত অনুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে এবং উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কমে।
[৪] পৃথিবী পৃষ্ঠের উচ্চতাঃ-
ভূপৃষ্ঠের উচ্চতার সঙ্গে সঙ্গে বায়ু স্তরের ঘনত্ব কমতে থাকে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্তরের ঘনত্ব প্রতি ঘনমিটারে ১,২০০ গ্রাম,অথচ ভূপৃষ্ঠের ৫ কি.মি.ঊর্ধ্বে বায়ুর ঘনত্ব সমুদ্রপৃষ্ঠের ঘনত্বের অর্ধেক কমে যায়। বায়ুর ঘনত্ব কমলে স্বাভাবিক ভাবে বায়ুর ওজন কমে যায়,এবংওজন কমলে বায়ুর চাপ কম হয়। প্রায়.১১০মিটার উচ্চতায় বায়ুর চাপ ১ সেন্টিমিটার কমে যায়।সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হলো ১০১৩.২ মিলিবার (২৯.৩২ইঞ্চি),অর্থাৎ ভূপৃষ্ঠের স্বাভাবিক বায়ুর চাপ ও ১০১৩.২ মিলিবার।পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের ৮.৮ কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের এক-তৃতীয়াংশ হয়।
0 মন্তব্যসমূহ