সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণগুলি আলোচনা করো। নবম শ্রেণি

সিন্ধু সভ্যতার কারণগুলি আলোচনা করো।


সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ :-


বিভিন্ন কারণ কমবেশি এই সভ্যতার পতনে জন্য সক্রিয় ভূমিকা নিয়েছিল—




 সিন্ধু সভ্যতার ছবি

(১) খননকার্যের ফলে সিন্ধু সভ্যতার ধ্বংসের সাতটি স্তর পাওয়া গেছে। সম্প্রতি আরও ধ্বংসাবশেষের আরও দুটি স্তর মিলিয়ে মােট নটি স্তর আবিষ্কৃত হয়।


(২) সিন্ধু ও তার শাখানদীগলি ক্রমশ নাব্যতা হারিয়ে ফেলে। বর্ষা বা অন্য কোনােভাবে জলােচ্ছাস হলে প্রায়শই নদীর দু-কূল প্লাবিত হত। 


(৩) আগুনে পােড়াতে গিয়ে জ্বালানির প্রয়ােজনে নির্বিচারে বৃক্ষছেদন শুরু হয়েছিল। এই মাত্রাতিরিক্তভাষে বৃক্ষছেদনের ফলে সিন্ধুর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। ক্রমশ অনাবৃষ্টির ফলে আবহাওয়া অস্বাস্থ্যকর হয়ে পড়ে। 


(৪) দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে একসময় মাটি লবণাক্ত ও ঊষর হয়ে পড়ে। এইভাবে মাটির উর্বরতা হারিয়ে সিন্ধু অঞল ক্রমশ মরুভূমিতে পরিণত হয়। 


(৫) কারও কারও মতে, অগ্নিসংযােগের ফলে, কেউ বলেন, সাতসেঁতে আবহাওয়াজনিত মারণরােগের প্রাদুর্ভাব আর তার উপর হাতির আধিক্যের জন্য এই সভ্যতার পতন ঘটে। হুইলারের মতে, “পূর্ববর্তী মহেনজোদারাে পরবর্তী মহেনজোদারাের ছায়ায় পরিণত হয়েছিল।”


 (৬) প্রাকৃতিক ও অভ্যন্তরীণ কারণে সিন্ধু সভ্যতা দুর্বল হয়ে পড়লে বৈদেশিক শত্রুর আক্রমণে এই সভ্যতার দ্রুত পতন ঘটে। হুইলার ও কোশাম্বী এই মত স্বীকার করলেও অধ্যাপক ব্যাশাম বলেন, আক্রমণকারীরা আর্য নয়, বেলুচিস্তানের ব্রাহুই জাতির মানুষ। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ