বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় গুলি সম্পর্কে আলোচনা করো (Discuss ways to control air pollution)।

বায়ু দূষণ নিয়ন্ত্রণের উপায় গুলি সম্পর্কে আলোচনা করো। 


উত্তরঃ-

যেসব উপায়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যায়, সেগুলি হল ---



(ক) যানবাহন ও কলকারখানার উন্নত প্রযুক্তির প্রবর্তন (যেমন -- যানবাহনে সিসা-মুক্ত পেট্রোলের ব্যবহার বাড়ানো),


(খ) সঠিকভাবে ও নির্দিষ্ট মাত্রায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার,


(গ) সৌরশক্তি, বায়ু শক্ত্‌ ভূ-তাপীয়শক্তি,জৈব গ্যাস প্রভৃতি বিকল্প শক্তির উৎসের ব্যবহার,


(ঘ) বায়ুমন্ডলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষার জন্য বনভূমির পরিমাণ বাড়ানো,


(ঙ) কলকারখানাগুলি শহর বা বস্তি এলাকার বাইরে গড়ে তোলা,


(চ) রেফ্রিজারেটরে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের ব্যবহার নিষিদ্ধ করা,


(ছ) গৃহস্থালির নির্বাচনের ব্যাপারে যথেষ্ট সচেতন হওয়া প্রভৃতি।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ