জল দূষণ ও বায়ু দূষণের মধ্যে প্রধান পার্থক্য গুলি কি What are the main differences between pollution and air pollution

জলদূষণ ও বায়ু দূষণের মধ্যে প্রধান পার্থক্য গুলি কি?

সংজ্ঞাঃ-

মানুষের ক্রিয়া-কলাপ ও বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে জলের ভৌত,রাসায়নিক এবং জৈবিক ধর্মের অবনতি হওয়াকে জল দূষণ বলে।



জল দূষণ ও বায়ু দূষণের মধ্যে প্রধান পার্থক্য গুলি কি  What are the main differences between pollution and air pollution


কারণঃ-

জল দূষণের প্রধানকারণ গুলি হল-শিল্পজাত বর্জ্য পদার্থ, গৃহস্থালী আবর্জনা,কৃষি উপকরণ, খনিজ তেল ঘটিত দূষণ, রোগজীবাণু ইত্যাদি।


প্রভাবঃ-

জল দূষণের প্রভাবে মানুষের শরীরের বিভিন্ন ভাইরাসও জীবাণুঘটিত রোগ, বমিভাব,পাতলা পায়খানা, পেটে যন্ত্রণা, নার্ভ ঘটিত রোগ ইত্যাদি ঘটে এবং জলজ প্রাণী ও সামুদ্রিক উদ্ভিদএর মৃত্যু হয়।

পার্থক্যের বিষয় বায়ুদূষণঃ-

সংজ্ঞাঃ-

আবহমন্ডলের বিষাক্ত ধোঁয়া,ধূলিকণা,গ্যাস,কুয়াশা,ধোঁয়াশা অথবা বাষ্প যথেষ্ট পরিমাণে মিশ্রিত হওয়ায় উদ্ভূত পরিস্থিতির জন্য মানুষ ও তার পরিবেশ ক্ষতিগ্রস্ত হলে,তাকে বায়ুদূষণ বলে।

কারণঃ-

বায়ুদূষণ প্রধানত বায়ুতে ভাসমান অতি সুক্ষ কণা, কার্বন ডাইঅক্সাইড ,কার্বন মনোঅক্সাইড,সালফার ডাইঅক্সাইড, ওজোন গ্যাস, ক্লোরিন গ্যাস ইত্যাদির প্রভাবে হয়।

প্রভাবঃ-

বায়ু দূষণের ফলে মানুষের শরীরে ব্রংকাইটিস,হাঁপানি, শ্বাসকষ্ট,ফুসফুসে রক্তক্ষরণ,ক্যান্সার ইত্যাদি রোগের সৃষ্টি হয়।পাথর ও কংক্রিট,ধাতকাঁচ,রং,কাগজ,রবার, চামড়া ইত্যাদির পৃষ্ঠদেশ ক্ষয়ীভূত বিবর্ণ হওয়া,শক্তির হ্রাস প্রভৃতি বায়ু দূষণের কারণে ঘটে।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ