হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার বৈসাদৃশ্যসমূহ আলোচনা করো । (Comparison between the Harappan Civilisation and Vedic Civilisation), নবম শ্রেণী

হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার বৈসাদৃশ্যসমূহ (Comparison between the Harappan Civilisation and Vedic Civilisation):-


উত্তরঃ-


হরপ্পার সঙ্গে বৈদিক সভ্যতার বিভিন্ন দিক থেকে পার্থক্য চোখে পড়ে —




() হরপ্পা সভ্যতা ছিল প্রাচীনতম (৩৫০০ খ্রিঃ পূঃ) কিন্তু বৈদিক সভ্যতা তুলনামূলক বিচারে নবীন (১৫০০ খ্রিঃ পূঃ)।


() হরপ্পা সভ্যতা তা-ব্রোঞ্জ বা নব্যপ্রস্তর যুগের সভ্যতা। কিন্তু বৈদিক সভ্যতা লৌহযুগের সভ্যতা।


() হরপ্পা বা সিন্ধু সভ্যতা নগরকেন্দ্রিক সভ্যতা। কিন্তু আর্য সভ্যতা গ্রামকেন্দ্রিক সভ্যতা। কারণ সিন্ধু সভ্যতার মতাে ইটের তৈরি উন্নত বাড়ি আর্যদের ছিল না।


() সিন্ধু লিপি ও ভাষা দুর্বোধ্য। এর পাঠোদ্ধার আজও হয়নি। কিন্তু আর্য সভ্যতায় আর্যদের ভাষা সংস্কৃত ও তা অনেকের বােধগম্য।


() সিন্ধু যুগে ঘােড়ার ব্যবহার ছিল না। আর্যরা ঘােড়ার ব্যাপক ব্যবহার করত।


() সিন্ধু যুগে মন্দিরের অস্তিত্ব পাওয়া গেছে কিনা সন্দেহ আছে। কিন্তু আর্যরা মন্দির নির্মাণ করে মূর্তিপূজা শুরু করেছিল।


() হরপ্পার মানুষ সংস্কৃতিসচেতন ছিল। কিন্তু বৈদিক আর্যরা অধযাযাবর বলে সংস্কৃতিকে ততটা সমাদর করেনি।


()হরপ্পার মানুষ সাধারণত মৃতদেহ কবর দিত। কিন্তু আর্যরা মৃতদেহ দাহ করত।


() হিরপ্পা যুগে নারীদেবতার প্রাধান্য ছিল। কিন্তু আর্যযুগে সেই প্রাধান্য ততটা ছিল না।





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ