প্রাচীন ভারতীয় সভ্যতার সামাজিক ও অর্থনৈতিক বিবর্তন (Evolution of the Society and Economy of Ancient Indian Civilisation):-
পরবর্তী বৈদিক যুগের সময়সীমা হিসাবে ধরা হয় আনুমানিক ১,০০০ খ্রিঃ পূঃ থেকে ৬০০ খ্রিঃ পূঃ।
সামাজিক জীবনে পরিবর্তন :-
পরবর্তী বৈদিক যুগে সামাজিক জীবনে বর্ণপ্রথা কঠোর রূপ নেয়। পেশাভিত্তিক বর্ণপ্রথা পরে জাতিভিত্তিক ও বংশানুক্রমিক হয়ে ওঠে। সমাজে ব্রাক্ষ্মণ ও ক্ষত্রিয় সম্প্রদায় যথেষ্ট মর্যাদার অধিকারী হলেও, বৈশ্য ও শূদ্ররা অস্পৃশ্য ও হীন বলে পরিগণিত হয়। বিবর্তনের ধারায় একসময় আর্য নারীরা তাদের চিরাচরিত মানমর্যাদা থেকে বঞ্চিত হতে থাকে। উপনয়ন, যজ্ঞকর্মে অংশগ্রহণ এবং উচ্চশিক্ষা ইত্যাদির অধিকার নারীসমাজ হারিয়েছিল। তাছাড়া বাল্যবিবাহ, বহুবিবাহ, পণপ্রথা, সতীদাহ ইত্যাদির শিকার হতে হয়েছিল নারীদেরকে। রাজারা রাজ্যগ্রাসী, স্বেচ্ছাচারী ও সার্বভৌম শক্তির প্রতীক হয়ে উঠেছিল। সার্বভৌমত্বের প্রমাণস্বরূপ ‘অশ্বমেধ’, বাজপেয়’, রাজসূয় যজ্ঞের শেষে রাজাদের ‘একরাট’, ‘বিরাট’, ‘সম্রাট’, ‘স্বরাট’, ‘রাজাধিরাজ প্রভৃতি উপাধি গ্রহণ প্রচলিত রীতি হয়ে দাঁড়ায়। প্রসঙ্গত উল্লেখ্য, রাজা চরম ক্ষমতার অধিকারী হয়ে উঠলে তাঁর প্রধান পরামর্শদাতা সংস্থা সভা ও সমিতি ক্ষমতাহীন হয়ে পড়ে। ঋগবৈদিক যুগের ধর্মীয় আচার-আচরন তথা ধর্মীয় জীবনে ব্যয়বহুল অসার যাগযজ্ঞ, পুরােহিতপ্রাধান্য, মূর্তিপূজার প্রাবল্য এবং আড়ম্বরসর্বস্বতা প্রভৃতি জটিলতা বৃদ্ধি পায়।
অর্থনৈতিক জীবনে পরিবর্তনঃ-
পরবর্তী বৈদিক যুগে আর্যদের গ্রামীণ অর্থনীতির পরিবর্তন ঘটে। আগের মতাে কৃষি ও পশুপালনমানুষের অন্যতম জীবিকা হিসাবে থেকে যায়। তবে জমিতে ব্যক্তিমালিকানার স্বীকৃতি ক্রমশ বাড়তে থাকে। কৃষির স্বার্থে গাে-সম্পদ সংরক্ষণের উপর বিশেষ নজর রাখা হত। যজ্ঞ ছাড়া অন্য কোনাে কারণে কেউ গাে-হত্যা করলে মৃত্যুদণ্ড পর্যন্ত হত। বৈশ্যরা অভ্যন্তরীণ ও সমুদ্র বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট সম্পদের অধিকারী হয়েছিলেন। চিন, মেসােপটেমিয়া প্রভৃতি দেশের সঙ্গে সমুদ্র-বাণিজ্য চলত। বাণিজ্যিক স্বার্থ ও বণিকদের পারস্পরিক নিরাপত্তার জন্য গিল্ড’ (Guild) বা সংঘ বা সমিতি গড়ে উঠেছিল। বাণিজ্য সম্প্রসারণের ফলে কৌশাম্বী,হস্তিনাপুরের মতাে নগরের উদ্ভব ঘটেছিল। খ্রিঃ পূঃ ষষ্ঠ শতকের শেষের দিকে ভারতে মুদ্রার প্রচলন শুরু হয়েছিল এবং লােহার ব্যাপক ব্যবহারের ফলে অর্থনৈতিক জীবনের বিবর্তন দ্রুত উন্নত হয়েছিল।
0 মন্তব্যসমূহ