Current GK, রবিবার ছুটির দিন কার নির্দেশে ? ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? কোন্‌ কোন্‌ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত?, রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে?,একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে?

Current GK, রবিবার ছুটির দিন কার নির্দেশে ? ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? কোন্‌ কোন্‌ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত?, রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে?,একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে?


প্রঃ - রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় কবে? 


উঃ - ১৮৯৭ খ্রিষ্টাব্দে। 


প্রঃ - ভারতরত্ন উপাধি প্রথম কোন মহিলা পেয়েছেন? 


উঃ - ইন্দিরা গান্ধী।


প্রঃ - কোন সাপ একসাথে একটা ছাগলকে গিলে নিতে পারে? 


উঃ - অ্যানাকোণ্ডা।


প্রঃ - ভারতের প্রথম কোন দুটি স্থানে এস, টি. ডি, চালু হয়? 


উঃ - কানপুর ও লীর মধ্যে।


প্রঃ - কোন দেশে খুচরা পয়সা হিসাবে সূঁচ ব্যবহৃত হয়? 


উঃ - নাইজিরিয়ায়।


প্রঃ - বাসের কণ্ডাক্টার, সার্কাসের ক্লাউন, ঝাড়দার ঠিকাদার এই সব কাজ করেও বাংলার বিখ্যাত লেখক হয়েছিলেন কে? 


উঃ – সুবােধ ঘােষ।


প্রঃ - কোন্‌ কোন্‌ সবজি আমাদের প্রিয় কিন্তু মূল বিষাক্ত? 


উঃ - টমেটো ও পটল। 


প্রঃ - সেক্সপীয়ার প্রথম জীবনে কী করতেন? 


উঃ - লণ্ডনের গ্লোব থিয়েটারে দর্শকদের গাড়ি পাহারা দিতেন। 


প্রঃ - রবিবার ছুটির দিন কার নির্দেশে ?


উঃ - রােম সম্রাট কনস্টানস্টাইন। 


প্রঃ- রাতে ভ্রমন করতে হয় এমন চিড়িয়াখানা কোথায় আছে? 


উঃ - সিঙ্গাপুরে। 


প্রঃ - জাপানের সংসদকে কী বলা হয়? 


উঃ - ডায়েট। 


প্রঃ - গঙ্গানদীর দৈর্ঘ্য কত? 


উঃ - ২৬৫৫ কিলােমিটার। 


প্রঃ - ভারতের প্রথম সংবাদপত্রের নাম কী? 


উঃ - বেঙ্গল গেজেট।


প্রঃ - একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত পরিমান জল থাকে? 


উঃ - দেহের ওজনের ৬৫%। 


প্রঃ - মানবদেহে লােহার পরিমাণ কত?


উঃ - প্রায় ৪.৫ গ্রাম। 


প্রঃ - ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব এর নাম কী ? 


উঃ - ডালহৌসি ক্লাব। 


প্রঃ -গান্ধিজি সত্যাগ্রহ করার প্রেরণা কিভাবে পেলেন? 


উঃ - নীলদর্পণ নাটক দেখে। 


প্রঃ - সাপ গন্ধ পায় কী ভাবে? 


উঃ - জিভের সাহায্যে। 


প্রঃ - টরেন্টো শব্দটির অর্থ কী? 


উঃ - মিলনস্থল। 


প্রঃ - কত তারিখে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয়? 


উঃ - ৪ঠা জুলাই। 


প্রঃ - স্পাইডারম্যানের আসল নাম কী? 


উঃ - পিটার পার্কার। 


প্রঃ - প্রথম বাঙালি ভারতরত্ন কে হন? 


উঃ - ডাঃ বিধান চন্দ্র রায়।


প্রঃ - প্রথম লােকগননা চালু করেন কে? 


উঃ - লর্ড মেয়ে। 


প্রঃ - পুরােপুরি দুর্নীতিমুক্ত দেশ কোনটি? 


উঃ - ডেনমার্ক। 


প্রঃ - স্টেনলেস স্টিল কে আবিষ্কার করেন? 


উঃ - হ্যারি ব্রিয়ারলি।


প্রঃ - ইংরেজ সরকার মহাত্মাগান্ধিকে কী উপাধি দেন? 


উঃ - কাইজার-ই-হিন্দ।


প্রঃ - আধুনিক ফটোগ্রাফির আবিস্কতা কে? 


উঃ - লুই ম্যাকুইস। 


প্রঃ - কম্পনের গতিবিধি মাপা হয় কার সাহায্যে? 


উঃ – সােনাে মিটার যন্ত্রের সাহায্যে। 


প্রঃ - সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্রদ্বারা তার নাম কী? 


উঃ - ফ্যাথােমিটার।


 প্রঃ - জণ্ডিস রােগে মানবদেহে প্রথম আক্রমণ করে কোথায়? 


উঃ - লিভারে। 


প্রঃ - গাছপালাদের হাসপাতাল আছে কোথায়? 


উঃ – জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। 


প্রঃ - মানব দেহে জলের প্রয়ােজন কেন? 


উঃ - খাদ্য পরিপাক করার জন্য। 


প্রঃ - মানবদেহ গঠনকারী প্রধান খাদ্য কী কী? 


উঃ - শর্করা, প্রােটিন ও ফ্যাট। 


প্রঃ - বর্তমানে বিশ্বে মােবাইল পরিষেবা ক্ষেত্রে ভারতের স্থান কত? 


উঃ - দ্বিতীয়। 


প্রঃ - উড়ন্ত মাছের দেশ বলা হয় কাকে? 


উঃ - বারবাডােস। 


প্রঃ - ধনী ব্যক্তিদের তালিকায় ভারতের স্থান কত? 


উঃ - চতুর্থ। 


প্রঃ - মালকোশ রাগটি সাধারণত কখন গাওয়া হয়? 


উঃ - গভীর রাতে। 


প্রঃ - ভারতীয় সংবিধান অনুযায়ী একমাত্র স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী কে? 


উঃ - রাজ্যপাল।


প্রঃ - প্রথম ভারতীয় মহিলা ঔপন্যাসিকের নাম কী? 


উঃ – স্বর্ণকুমারী দেবী। 


প্রঃ - বাংলা গদ্য রচনায় প্রথম যতি চিহ্ন (দাড়ি, কমা, সেমিকোলন) কে ব্যবহার করেন? 


উঃ - বিদ্যাসাগর।


প্রঃ - দেশলাই কে আবিস্কার করেন? 


উঃ - ইংল্যাণ্ডের জন ওয়াকার। 


প্রঃ -ছােট বড় মিলিয়ে পৃথিবীতে কতগুলি দ্বীপ আছে? 


উঃ - প্রায় একলক্ষ তিরিশ হাজার।

 

প্র - স্বাধীনতা সংগ্রামে বাঘাযতীন নামে সুপরিচিত, আসল নাম কী? 


উঃ - জ্যোতিন্দ্র মুখার্জী বা যতীন্দ্র মুখার্জী।


প্রঃ - পি. টি. আই-এর পুরাে অর্থ কী? 


উঃ - প্রেস ট্রাস্ট অব ইণ্ডিয়া।


প্রঃ - ভারতে প্রথম ছাপাখানা স্থাপন করেন কে? 


উঃ - জেমস হিকি।


প্রঃ - শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কত সময় পর্যন্ত থাকে? 


উঃ - ১-১০ সেকেণ্ড  


প্রঃ - স্বাধীনতার আগে জাতীয় সঙ্গীত হিসাবে “জনগন মন অধিনায়ক' গানটি গ্রহন করার প্রস্তাব দিয়েছিলেন কে? 


উঃ - নেতাজী সুভাষ চন্দ্র বসু। 


প্রঃ - কোন দেশের রাজা ও বিশ্ববিখ্যাত যােদ্ধা বিড়ালকে ভয় পেতেন?


উঃ - ফ্রান্সের রাজা নেপােলিয়ন। 


প্রঃ - মানুষদের মধ্যে করমর্দনের রীতি শুরু হয়েছিল কী ভাবে? 


উঃ - তারা যে কোন গােপন অস্ত্র বহন করছে না এটা দেখানাের জন্য। 


প্রঃ - আমরা কী পূর্ণ চাঁদকে দেখতে পাই? 


উঃ - না, আমরা সব সময় চাঁদের একটা পিঠই দেখতে পাই।


প্রঃ - ভালমন্দ বিচার না করে যিনি পেট পুরে খেতে ভালবাসেন ইংরাজীতে তাকে কী বলে ? 


উঃ - Gourmand গৌরম্যাণ্ড।


প্রঃ – প্রকৃত খাদ্য রসিককে ইংরাজীতে কী বলে?

 

উঃ - Gourmet গৌরমেট। 


প্রঃ - একটি মুরগি বছরে কতটি ডিম দেয়? 


উঃ - গড়ে ৩০০টি। 


প্রঃ - মানুষের হৃদযন্ত্র ২৪ ঘন্টায় কতবার স্পন্দিত হয়? 


উঃ - এক লক্ষবারেরও বেশি। 


প্রঃ - দু’হাজার বারাে সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠ্যেছ হয়েছে? 


উঃ - লণ্ডনে। 


প্রঃ - পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? 


উঃ - প্রশান্ত মহাসাগর। 


প্রঃ - পৃথিবীর বৃহত্তম সাগর কোনটি? 


উঃ - চিন সাগর। 


প্রঃ - পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? 


উঃ - কাম্পিয়ান সাগর। 


প্রঃ - পৃথিবীর চিনির পাত্র বলা হয় কোন দেশকে? 


উঃ – কিউবাকে। 


প্রঃ - বজ্র বিদ্যুতের দেশ বলা হয় কোন দেশকে? 


উঃ - ভুটানকে। 

 

প্রঃ - ভারতের কোন রাজ্যকে বলা হয় প্রাচ্যের সুইজারল্যাণ্ড? 


উঃ - কাশ্মীরকে।


প্রঃ - রবীন্দ্রনাথের প্রথম ছাপা কবিতাটির নাম কী? 


উঃ - ভারতভূমি। 


প্রঃ - কোলকাতায় প্রথম সেলুলার ফোন চালু হয় কবে? 


উঃ - ২৩শে আগষ্ট, ১৯৯৫। 


প্রঃ - ‘বন্দেমাতরম' গানটি সুর কে দিয়েছেন? 


উঃ - রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৯৬)। 


প্রঃ - টাইটানিক জাহাজটি ডুবে যায় কবে? 


উঃ - ১৯১২ সালে ১৫ এপ্রিল। 


প্রঃ - আমাদের দেশে ট্যাক্সির হলুদকালাে রঙ হয়েছে কেন? 


উঃ - লণ্ডনের ভাড়ার গাড়ির ড্রাইভারদের হলুদ কালাে ইউনিফর্ম থেকে।


প্রঃ - ট্রেনের হুইসেলের শব্দের মাত্রা কত ডেসিবেল? 


উঃ - ৯০ ডেসিবেল। 

 

প্রঃ - শব্দের মাত্রার একক ‘বেল’ যা বাজালে শব্দ হয়। এই বেল কথাটি কোথা থেকে এসেছে ? 


উঃ - আলেকজাণ্ডার গ্রাহাম বেল থেকে।


প্রঃ - ১৯৪৮ থেকে ১৯৮৫ পর্যন্ত লতা মুঙ্গেশকর ক'টি ভাষায় কতটি গান রেকর্ড করেছেন? 


উঃ - ২০টি ভাষায় কমপক্ষে ৩০,০০০ গান।


প্রঃ - EM. পুরাে কথা কী? 


উঃ - Frequency Modulation। 


প্রঃ - পথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? 


উঃ - শ্রীলঙ্কার সিরিমাভাে বন্দরনায়েক। 


প্রঃ - ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ‘বর্ণপরিচয়’ কবে প্রথম প্রকাশিত হয় ? 


উঃ - ১৮৫৫সালের ১৩ই এপ্রিল। 


প্রঃ - টেলিভিশন শব্দটি কোথা থেকে এসেছে? 


উঃ - গ্রিক শব্দ টেলি’ যার অর্থ দূর, ল্যাটিন শব্দ ভিডেয়ার যার অর্থ দর্শন বা দেখা যাবে।


প্রঃ - অ্যাম্বুলেন্স কথাটি কোথা থেকে এসেছে? 


উঃ - ১৭৯২ খ্রিঃ ফরাসি সেনাবাহিনীর চিকিৎসক Boron Dominique - Jean Larry Ambulances

Volantes শব্দটি প্রয়োগ করেন যার অর্থ ফ্লাইং ফিল্ড হসপিটাল। 


প্রঃ - কলকাতায় প্রথম বৈদ্যুতিক আলাে কবে চালু হয়? 


উঃ - ১৮৯৯ সালে। 


প্রঃ - সকলকেই রক্ত দিতে পারে কোন গ্রুপের রক্ত? 


উঃ - “O” গ্রুপ। 


প্রঃ - সােনা গলে কত তাপমাত্রায় ? 


উঃ - ১৮৬২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায়।


প্রঃ - হেলিকপ্টার কে আবিষ্কার করেন? 


উঃ - lgor Sikorsky (আইগর সিকস্কি) ।


প্রঃ - পৃথিবীতে প্রথম টেস্ট ম্যাচ খেলা কবে অনুষ্ঠিত হয় এবং কাদের মধ্যে? 


উঃ - ১৮৭৭ সালে মার্চ মাসে, অষ্ট্রেলিয়া ও ইংল্যাণ্ডের মধ্যে। 


প্রঃ - ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? 


উঃ - স্পেনের। 


প্রঃ - গােলাপ ফুল কোন দেশের জাতীয় প্রতীক? 


উঃ - ইরান। 


প্রঃ - ক্যাঙারু কোন দেশের জাতীয় প্রতীক? 


উঃ – অষ্ট্রেলিয়া।


প্রঃ - পাের্টব্লেয়ার বিমান বন্দরের বর্তমান নাম কী? 


উঃ - বীর সাভারকার বিমান বন্দর। 


প্রঃ - গুর্জর কাদের বলা হয়? 


উঃ - হরিয়ানা রাজ্যের অধিবাসীদের।  


প্রঃ - বিশ্বের সর্বাধিক সম্মানিত ও প্রাচীনতম বিজ্ঞান পত্রিকার নাম কী?


উঃ - নেচার। 

 

প্রঃ - বিড়াল প্রেমীদের ইংরাজীতে কী বলা হয়? 


উঃ - AiluSophile (আইলুসােফাইল) । 


প্রঃ - প্রাকৃতিক উপায় পাওয়া কঠিনতম পদার্থ কী? 


উঃ - হীরা।


প্রঃ - পূর্বভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? 


উঃ - শিলিগুড়িকে।


প্রঃ - ভারতের মূলধনের রাজধানী কাকে বলা হয় ? 


উঃ - মুম্বাইকে।


প্রঃ - ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়? 


উঃ - উত্তরপ্রদেশের লক্ষ্ণৌ শহরকে। 


প্রঃ - গােলাপী শহর কাকে বলা হয়? 


উঃ - রাজস্থানের জয়পরকে। 


প্রঃ - মেয়ে পাখি ও পুরুষ পাখির মধ্যে কোন পাখি দেখতে সুন্দর হয় ? 


উঃ - পুরুষ পাখিরা দেখতে সুন্দর হয়।


প্রঃ - হাতি তার শুড়ের মধ্যে কতটা পর্যন্ত জল ধরে রাখতে পারে? 


উঃ - প্রায় দুই গ্যালন। 


প্রঃ - কোন পাখি জলের ওপর ঘাসের ভেলা তৈরি করে ডিমপাড়ে? 


উঃ - টেকচিল। 


প্রঃ - একটি হাতি একদিনে কত পরিমান জল খেতে পারে? 


উঃ - ৮০ গ্যালন।। 


প্রঃ - হাতি তার মাহুতের কটি নির্দেশ মনে রাখতে পারে? 


উঃ - ৬০টি নির্দেশ আলাদা আলাদা ভাবে মনে রাখতে সক্ষম। 


প্রঃ - সবাক চলচ্চিত্র কে আবিষ্কার করেন? 


উঃ - টমাস আলভা এডিশন। 


প্রঃ - কন্যা কমারীর ইংরেজি নাম কি? 


উঃ - Cape Comorin।


প্রঃ - ডাচ কাদের বলা হয়? 


উঃ - নেদারল্যাণ্ডের অধিবাসীদের।  


প্রঃ - কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় কবে?


উঃ - ১৮৩৫ সালের ২৮ শে জানুয়ারী।  


প্রঃ - দুটি আঙুলের ছাপ মেলানাে যায় কোন যন্ত্রের দ্বারা ? 


উঃ - ভেরিড (Verid)।

 

প্রঃ- মােনালিসা ছবির মডেল ছিলেন কে? 


উঃ - ইসাবেলা নামে এক সুন্দরী মহিলা।


প্রঃ - কবি প্রেমেন্দ্র মিত্র তার প্রথম উপন্যাস ‘পাঁকে' কত বছর বয়সে লেখেন? 


উঃ - ১৫-১৬ বছর বয়সে।


প্রঃ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে উপন্যাস লেখেন? 


উঃ - ১৪ বছর। 


প্রঃ - একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটা রক্ত বাহক থাকে? 


উঃ - ১ লক্ষ মাইল। 


প্রঃ - প্রথম বাঙালী ইঞ্জিনিয়ার কে? 


উঃ - নীলমনি মিত্র। 


প্রঃ - ভারতবর্ষের লােকেরা কতটি মূল ভাষা ও অন্যান্য ভাষায় কথা বলে ? 


উঃ - ১৫টি মূল ভাষা ও ৮৫৭ টি আঞ্চলিক ও অন্যান্য ভাষায় কথা বলে। 


প্রঃ - ভারতীয় রেলওয়ের দীর্ঘতম রেলপথ কোনটি? 


উঃ - কাশ্মীর থেকে কন্যাকুমারী (৩, ৭৫০ কিলােমিটার ) যেতে সময় লাগে ৪৭ ঘন্টা।







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ