প্রঃ - জাপানে শিক্ষককে কী বলা হয়?
উঃ - 'সেনসেই’।
প্রঃ - ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন দিল্লির কোথায় অবস্থিত?
উঃ - রাইসিনা হিলে।
প্রঃ - হাতির দাঁত কবার পড়ে?
উঃ - ছ'বার দাঁত পড়ে আবার নতুন করে গজায়।
প্রঃ - লণ্ডনের পুলিশদের কী বলা হয়?
উঃ – ববিস (Bobbies)।
প্রঃ - কোথাকার গাই-এর দুধের রঙ গোলাপি?
উঃ- হিমালয়ান চমরীগাই।
প্রঃ - আমাদের মস্তিষ্ক কত ধরণের গন্ধকে আলাদা ভাবে চিনতে পারে?
উঃ - ১০,০০০ বিভিন্ন ধরণের গন্ধ।
প্রঃ - বরফ কখনই গলবে না কী উপায় ?
উঃ - তরল অ্যামােনিয়ায় রাখলে।
প্রঃ - প্রথম এভারেষ্ট শৃঙ্গবিজয়ীর কী নাম এবং কত বছর বয়সে কবে প্রয়াত হলেন?
উঃ - এডমণ্ড হিলারী ৮৮ বছর বয়সে প্রয়াত হন, ২০০৮ সালে।
প্রঃ - ই. ভি. এম. বা ইলেকট্রনিক ভােটিং মেশিন ভারতে প্রথম ব্যবহার করা হয় কবে?
উঃ - প্রথম ব্যবহার করা হয় পরীক্ষামূলক ভাবে কেরলে পারুর বিধান সভা নির্বাচন কেন্দ্রের ১৯৮২ সালে।
প্রঃ - হাইড্রোজেন ভর্তি বেলন আকাশে উঠে যায় কেন?
উঃ - কারন হাইড্রোজেন বাতাসের চেয়ে হাল্কা বলে।
প্রঃ - ভারতের বিজ্ঞান নগরী কোনটি?
উঃ - বেঙ্গালুরু।
প্রঃ - পৃথিবীতে সর্ব প্রথম ইন্টারনেট ব্যবস্থার প্রচলন করে কোন সংস্থা ?
উঃ - Apernet নামে একটি সংস্থা।
প্রঃ - ইন্টারনেট কী?
উঃ – সারা বিশ্বের যােগাযােগের আধুনিকতম মাধ্যম।
প্রঃ - কলকাতায় প্রথম কবে রিক্সা চলে?
উঃ - ১৯০০ খ্রীষ্টাব্দে জাপান থেকে সাংহাই : হয়ে ডিনে রিকশ’ (জাপানি শব্দ, যার মানে মানুষ টানা গাড়ি) কলকাতায় আসে।
প্রঃ - প্রথম কোথায় স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগনমন’ গাওয়া হয়?
উঃ – ভারতের জাতীয় কংগ্রেস-এর কলকাতা অধিবেশন-এ।
প্রঃ - পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র নন্দন কবে উদ্বোধন হয় কে করেন?
উঃ - ১৯৮৫ সালে, সত্যজিৎ রায়।
প্রঃ-ভারতের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?
উঃ-মুম্বাই।
প্রঃ - ভারতের প্রথম থ্রি ডি ছবি কী?
উঃ - মাইডিয়ার কুট্টিচাত্থান।
প্রঃ - প্রতিটি বেদের কয়টি অংশ ও কী কী?
উঃ - চারটি-সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ।
প্রঃ-জাপানী যুদ্ধ বিমান কত সালে কলকাতায় বােম ফেলেছিল ?
উঃ-১৮৯২ সালে।
প্রঃ - মানষ যদি পৃথিবীপৃষ্ঠে ২ মিটার উঁচু লাফাতে পারে তবে চাদে কত উচ্চতা লাফা ও পারবে?
উঃ - ১২ মিটার উঁচুতে।
প্রঃ - লবন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম?
উঃ - গুজরাট।
প্রঃ - ম্যালেরিয়া দেহের কোন অঙ্গকে আক্রমণ করে?
উঃ - প্লীহা।
প্রঃ - কোন অ্যাসিডে অক্সিজেন থাকে না?
উঃ - হাইড্রোক্লোরিক অ্যাসিড।
প্রঃ - রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট কে হন?
উঃ - স্বামী ব্রহ্মানন্দ।
প্রঃ - স্বামী ব্রহ্মানন্দ কে ছিলেন? পূর্বে তার ডাক নাম কী ছিল?
উঃ - স্বামী বিবেকানন্দের বাল্য বন্ধু, পূর্বে ডাক নাম ছিল রাজা।
প্রঃ -বেলুড়ের ভুবনবিদিত শ্রী রামকৃষ্ণ মন্দির, কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উঃ-১৯৩৮ সালে।
প্রঃ - কার্টুন শব্দটি কোথা থেকে এসেছে?
উঃ-ইতালীর শব্দ “Cartone' ও ডাচ Kartor থেকে, যার অর্থ দৃঢ় ও ভারি কাগজ বা পিচবাের্ড। আসলে কার্টন চিত্র আঁকা এই জাতীয় শক্ত বাের্ডের ওপর আর তার থেকেই এরকম নামের উৎপত্তি।
প্রঃ কমিক্স (Comics) শব্দটির উৎপত্তি কোথা থেকে ?
উঃ ল্যাটিন শব্দ Komik০৪ থেকে।
প্রঃ - একটা ব্যাঙ হজম করতে সাপের কত সময় লাগে?
উঃ – ৫০ ঘন্টা লাগে।
প্রঃ - প্রথম অভয়ারণ্য স্থাপন করেন কে?
উঃ সম্রাট অশোক।
প্রঃ - আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোথায়?
উঃ – আফ্রিকায়।
প্রঃ - কলকাতায় কত প্রজাতির পাখি দেখা যায় ?
উঃ - প্রায় ২৬০ প্রজাতির।
প্রঃ - সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উঃ - ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড।
প্রঃ - নীল তিমির বাচ্চা দিনে কত করে ওজন বাড়ে?
উঃ - ৯০ কিলোগ্রাম।
প্রঃ - মানুষ কৃষিকাজ করতে শেখে কবে থেকে?
উঃ - প্রায় ২০ লক্ষ বছর আগে।
প্রঃ - ইলেকট্রিক ইল মাছ কত ভােল্ট অবধি শক দেওয়ার ক্ষমতা রাখে ?
উঃ - ৬৫০ ভােট।
প্রঃ - মিষ্টি জলের শতকরা ৯০ ভাগ পাওয়া যায় কোথা থেকে?
উঃ- ভূ-গর্ভস্থ জল হিসাবে।
প্রঃ - হিন্দুস্থান টাইমস পত্রিকার প্রতিষ্ঠাতা কে?
উঃ – লালা লাজপত রায়।
প্রঃ - বাতাসে শব্দের গতিবেগ কত?
উঃ - প্রতি সেকেণ্ডে ৩০০ মিটার।
প্রঃ - বিখ্যাত জ্যোর্তিবিজ্ঞানী গ্যালিলিওর জন্ম কোন শহরে?
উঃ - ইতালির পিসা শহরে।
প্রঃ - কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট কে হন?
উঃ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং যদুনাথ বসু।
প্রঃ - বিশ্বভারতীর কলাবিভাগের প্রথম অধ্যক্ষ ছিলেন কে?
উঃ - নন্দলাল বসু।
প্রঃ - চারশ বছর ধরে বৃষ্টি হয়নি এমন জায়গা কোথায় আছে?
উঃ- চিলির মরুভূমি।
প্রঃ – ভগ্নী নিবেদিতার জন্ম কবে হয় ও কোথায়?
উঃ -১৮৬৭ সালে আয়ারল্যাণ্ডে।
প্রঃ - খিদিরপর ডক তৈরির পরিকল্পনা করে নেওয়া হয় ?
উঃ - ১৭৭৭ সালে।
প্রঃ - কত সালে ইংরেজরা ডক তৈরি করলেন ?
উঃ - ১৮০৭ সালে।
প্রঃ - মানব দেহের সবচেয়ে বলবান পেশী কোনটি?
উঃ - চোয়ালের পেশী।
প্রঃ - ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম সড়কপথ কোনটি?
উঃ - গ্রাণ্ড ট্রাঙ্ক রােড।
প্রঃ - কোন কোন ভাষার সংমিশ্রনে উর্দু ভাষার উৎপত্তি হয় ?
উঃ - হিন্দী, তুর্কী ও ফার্সি।
প্রঃ - ভারতের কোন শিল্পে পুরুষদের তুলনায় মহিলারা বেশি কর্মরত?
উঃ - চা।
প্রঃ - কোন রাজ্যে মহিলার সংখ্যা পুরুষের থেকে বেশি ?
উঃ - কেরল।
প্রঃ - সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়ােগ করেন কে?
উঃ - রাষ্ট্রপতি।
প্রঃ - বিভিন্ন অঞ্চলিক ও জাতীয় দলকে প্রতীক প্রদান করে কোন সংস্থা ?
উঃ - নির্বাচন কমিশন।
প্রঃ কোন দেশের রাণীর ৪০০ স্বামী?
উঃ বারবারীর রাণী কাহেনা।
প্রঃ - অ্যাবসােলিউট জিরাে মানে কী?
উঃ - মহাকাশে যাবার জন্য যাকে নির্বাচিত করা হয়।
প্রঃ - নদী থেকে সমুদ্রে সাঁতার কাটা সােজা কেন?
উঃ - সমুদ্রের জলের ঘনত্ব বেশী থাকার জন্য।
প্রঃ - ভানু সিংহ কার ছদ্ম নাম?
উঃ - রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রঃ - অনিলা দেবী কার ছদ্ম নাম?
উঃ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
প্রঃ - কালকূট কার ছদ্ম নাম?
উঃ - সমরেশ বসু।
প্রঃ - মৌমাছি কার ছদ্মনাম?
উঃ বিমল ঘােষ।
প্রঃ - পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ কে ছিলেন ১৯৮৬ সাল পর্যন্ত ?
উঃ - সিগেচিও ইড়মি (১৮৬৫-১৯৮৬)।
প্রঃ-বিশ্ব উদ্বাস্তু দিবস কবে?
উঃ - ২০ শে জুন।
প্রঃ - মানুষ নিজেই নিজের উচ্চতা মাপার সহজ উপায় কী?
উঃ - একজন মানুষ দুহাত ছড়িয়ে দাঁড়ালে যা দৈর্ঘ্য হবে সেটা সেই মানুটির উচ্চতার সমান।
প্রঃ - এভারেষ্ট চুড়ায় কারা বিয়ে করেছিলেন?
উঃ - পম্বা দোরজি শেরপা ও মনি মূলেপাটি, ২০০৫ সালের ৩০ মে।
প্রঃ - TELO-এর পুরাে কথা কী?
উঃ - টাটা ইঞ্জিনিয়ারিং এণ্ড লােকোমােটিভ।
প্রঃ - কলকাতায় এখনকার OXFORD MISSION অতীতে কী ছিল?
উঃ - উঃ - কলু বাড়ি, হাড়ীপাড়া।
প্রঃ - লােকমাতা রানি রাসমণির জন্ম হয় কবে?
উঃ - ২৪ শে সেপ্টেম্বর, ১৭৯৩ খ্রিঃ (১১আশ্বিন, ১২০০ বঙ্গাব্দ)।
প্রঃ - রানি রাসমণির জন্ম কোথায় হয়?
উঃ - ২৪ পরগণার হালিশহরের লাগােয়া গ্রাম কোনা ।
প্রশ্নঃ - ইম্পাত ও হীরকের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক?
উঃ - হীরক।
প্রঃ - পদাবলী শব্দটিকে কে কোন গ্রন্থে প্রথম ব্যবহার করেন ?
উঃ - কবি জয়দেব, গীতগােবিন্দ' গ্রন্থে।
প্রঃ - কোলেস্টেরল কথাটি কোথা থেকে এসেছে?
উঃ - গ্রিক শব্দ CHOLE যার অ এ পিত্ত এবং STEREOS যার অর্থ কঠিন বস্তু থেকে।
প্রঃ - টেলিফোন যন্ত্রে হ্যালাে শব্দটি প্রথম কে বলেন?
উঃ - টমাস আলভা এডিসন।
প্রঃ - কে, কোন গ্রন্থে প্রথম বাংলা চলিত ভাষা ব্যবহার করেছিলেন?
উঃ - উইলিয়াম কেরি (কথােপকথন গ্রন্থে)।
প্রঃ - পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সম্মানজনক নােবেল পুরস্কার কী কী বিষয়ের উপর দেওয়া হয়?
উঃ - ছয়টি বিষয়ের উপর দেওয়া হয় --
(১) পদার্থবিদ্যা, (২) রসায়নবিদ্যা,(৩) সাহিত্য,৪) শরীরবিদ্যা, ৫) শান্তি ও (৬) অর্থনীতি।
প্রঃ- পদ্মভূষণ পুরস্কার কেন দেওয়া হয়?
উঃ - যে কোন বিষয়ে অসাধারণ কৃতিত্বের।
প্রঃ - পদ্মশ্রী কেন দেওয়া হয়?
উঃ - যে কোন বিষয়ে স্বতন্ত্র অবদানের জন্য।
প্রঃ - পাবলিক সেকটর (Public Sector) মানে কী?
উঃ - রাষ্ট্রের উদ্যোগে চালিত রাষ্ট্র কর্তৃক অধিগৃহীত কোন বিকল্প।
প্রঃ - কৃত্রিম উপায়ে প্রথম জিন তৈরি করা হয় কবে?
উঃ - ১৯৭০সালে।
প্রঃ - কোন দেশে ২১ শে মার্চ নববর্ষ পালিত হয়?
উঃ - ইরানে।প্ত।
প্রঃ - রবীন্দ্র পুরস্কারের নগদ মূল্য কত?
উঃ - ১৫০০০ টাকা।
প্রঃ - বিখ্যাত দেশাত্মবােধক সঙ্গীত “বন্দেমাতরম’ ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে কবে প্রথম গাওয়া হয়?
উঃ - ১৮৯৬ সালে।
প্রঃ - লিপ ইয়ার ছাড়া বছরগুলােতে কোন তারিখ বছরের ঠিক মাঝখানে আসে?
উঃ - ২রা জুলাই।
প্রঃ - ভারতে প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চালু হয়?
উঃ - ১৫ই আগষ্ট, ১৮৫৪।
প্রঃ - চোখের জলে কী জাতীয় লবন থাকে ?
উঃ - সােডিয়াম ক্লোরাইড ও সােডিয়াম কার্বোনেট।
প্রঃ - সমুদ্র জলে কত প্রকার লবন পাওয়া যায় ?
উঃ - ৪৭ প্রকার।
প্রঃ - আর্য শব্দের অর্থ কী?
উঃ - বিশ্বস্ত জন।
প্রঃ - পৃথিবীতে প্রথম অভিধান রচনা করেন কে?
উঃ – স্যামুয়েল জনসন।
প্রঃ - কাঠপেন্সিলের শিস কি দিয়ে তৈরী হয় ?
উঃ - গ্রাফাইট।
প্রঃ - পাতাল রেল প্রথম কোন দেশে চালু হয়?
উঃ - লণ্ডনে।
প্রঃ – জার্মান ভাষায় পেট্রোলকে কী বলে?
উঃ - বেনজিন।
প্রঃ - সিংহ কোন দেশের জাতীয় প্রতীক?
উঃ - বুলগেরিয়া।
প্রঃ - এশিয়ার সবচেয়ে ধনী মহিলা কে?
উঃ - ভারতীয় রীতা শর্মা।
প্রঃ - পশ্চিমবঙ্গের জাতীয় সরােবর কোনটি?
উঃ - কলকাতার রবীন্দ্র সরােবর।
প্র - PVC ‘র পুরাে নামকী?
উঃ - পলি ভিনাইল ক্লোরাইড।
প্রঃ - এক ফুয়ে ১৫১টি মােমবাতি নিভিয়ে ওয়ার্ল্ড রেকর্ড কে করেন?
উঃ - ভারতের ভি.শঙ্কর নারায়নন (তামিল নাড়)।
প্রঃ - সম্প্রতি যে মহাকাশযান মঙ্গল গ্রহের মাটি স্পর্শ করল তার নাম কী?
উঃ - মার্স ফিনিক্স ল্যাণ্ডার।
প্রঃ - বিমা শব্দটির আর্বিভাব কী ভাবে হয়?
উঃ - বিমা একটি ফার্সি শব্দ, যার অর্থ আশঙ্কা, এই শব্দটি থেকে বিমা শব্দটির আর্বিভাব হয়, জীবন বিমা মানে জীবনের আশঙ্কা।
প্রঃ - মােটর গাড়ীর নম্বর প্লেট প্রথম ব্যবহার কোথায় শুরু হয়?
উঃ - ১৮৯৩ সালে ফ্রান্সে।
প্রঃ - কোন প্রাণীর হাঁটুতে কান থাকে?
উঃ - ফড়িং!
প্রঃ - ‘পাখি সব করে রব রাতি পােহাইল’ গ্রন্থটি কার রচনা?
উঃ - মদনমােহন তর্কালঙ্কার।
প্রঃ - গ্রামােফোন কোম্পানির লেবেলে ব্যবহৃত কুকুরটির নাম কী?
উঃ - নিপা।
প্রঃ -পাক গুপ্তচর সংস্থা আই. এস. আই. পুরাে নাম কী?
উঃ - ইন্টার সার্ভিসেস ইন্টিলিজে।
প্রঃ - ভারতে সরােদ বাজনার প্রবর্তক কে?
উঃ - ওস্তাদ আলাউদ্দিন খান।
প্রঃ - কোন রাজ্যের সরকারি কাজ কর্মে RBI-এর কোনও ভূমিকা নেই ?
উঃ - জম্মু-কাশ্মীর ।
প্রঃ - প্লাস্টিক মানি কাকে বলা হয়?
উঃ - ক্রেডিট কার্ড।
প্রঃ - পরীর জগন্নাথ মন্দিরের নির্মান কাৰ্য কে শুরু করেন?
উঃ - অনন্ত বর্মন।
প্রঃ - কোনারকের সূৰ্য্য মন্দিটি কে নির্মান করেন?
উঃ - ওড়িশার রাজা নরসিংহ বর্মন।
প্রঃ - কোন রাষ্ট্রের সঙ্গে ভারতের রপ্তানি বাণিজ্য, সর্বাধিক?
উঃ - মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রঃ - পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে কোন ফলের চাষ হয়?
উঃ - কলা।
প্রঃ - কোন দেশের জাতীয় পতাকার দ-পিঠ দু-রকম?
উঃ - প্যারাগুয়ে।
প্রঃ - পেপের (ফল) জন্মস্থান ও আদি বাসভূমি কোথায়?
উঃ - ব্রাজিল।
প্রঃ - ভারতবর্ষে পেঁপে কীভাবে আসে?
উঃ - ভারতে প্রথম আসে ৫০০ বছর আগে পর্তুগিজ নাবিকদের হাত ধরে।
প্রঃ - কোন দেশের কোন সময় বা কালে চকোলেটকে বিনিময় মুদ্রা হিসাবে ব্যবহার হত?
উঃ - মেক্সিকোতে প্রাচীন অ্যাজটেক (Aztec) সভ্যতার সময়।
প্রঃ - চকোলেট কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
উঃ - মেক্সিকান শব্দ Xocolath থেকে।
প্রঃ - আধুনিক পৃথিবীতে সাতটি আশ্চর্য কি কি?
উঃ - ১) আগ্রার তাজমহল (ভারত),
২) ইষ্টার আইল্যাণ্ড স্ট্যাচ,
৩) আইফেল টাওয়ার, (প্যারিস),
৪) মায়ান সিটি অফ টিকাল (মধ্য আমেরিকা),
৫) স্পেস শাটল,
৬) চার্টার্স ক্যাথড্রিল,
৭) স্ফিংস (ইজিপ্ট )।
প্রঃ - হাতি কোন দেশের জাতীয় পশু ?
উঃ - থাইল্যাণ্ড।
প্রঃ - অস্কার পুরস্কার কেন দেওয়া হয় ?
উঃ - সিনেমার উপর কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ।
প্রঃ - ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার কেন দেওয়া হয়?
উঃ - ভারতের সংবিধানে স্বীকৃত যে কোন ভাষার প্রখ্যাত সাহিত্যিকদের সৃজনী মূলক সাহিত্যের
জন্য দেওয়া হয়।
প্রঃ - পরমবীর চক্র পুরস্কার কেন দেওয়া হয়?
উঃ - যুদ্ধ ক্ষেত্রে শত্রুর উপস্থিতিতে লক্ষনীয় সাহসিকতাপ্রদর্শনের জন্য সর্বোচ্চ সম্মান দেওয়া হয়।
প্রঃ - অর্জুন পুরস্কার কেন দেওয়া হয়?
উঃ - আন্তর্জাতিক ও জাতীয় উভয়স্তরে তিন বছর ক্রীড়ার উল্লেখযােগ্য সফলতার জন্য দেওয়া হয়।
প্রঃ ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ কে?
উঃ - দামােদর হরি চাপেকার।
প্রঃ - ভারতে প্রথম মহিলা ইংরেজি ভাষার কবি কে?
উঃ - তরু দত্ত।
প্রঃ - ভারতে প্রথম মহিলা ডাক্তার কে?
উঃ - কাদিম্বিনী গাঙ্গুলী।
প্রঃ - ভারতবর্ষে প্রথম মহিলা ইঞ্জিনিয়ার কে?
উঃ - ইলা মজুমদার।
প্রঃ - বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোথায়?
উঃ - খড়গপুর (ভারত)।
প্রঃ - বিশ্বের বৃহত্তম রেল স্টেশন কোথায় ?
উঃ - নিউইয়র্কের গ্র্যাণ্ড সেন্ট্রাল টার্মিনাল, ৪৭টি ট্রাক এবং প্ল্যাটফর্ম আছে।
প্রঃ - সমান দিন এবং সমান রাত্রি কবে?
উঃ - ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর (উত্তর গােলার্ধে)।
প্রঃ - দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত্রি কবে?
উঃ - ২১শে জয় ।
প্রঃ - ক্ষুদ্রতম দিন এবং দীর্ঘতম সাত্রি কবে?
উঃ - ২১শে ডিসের।
প্রঃ - কোন রাজ্যের দুটি রাজধানী ?
উঃ - জমুকাশ্মীর।
প্রঃ - বই প্রথম কবে কোথায় ছাপা হয়েছিল?
উঃ - বই ছাপা প্রথম শুরু হয় উনি দেশে।
প্রঃ - রবিবার ছুটির দিন কবে এবং কিভাবে চালু হয়েছে?
উঃ - খ্রীষ্টানদের মতে ঐ দিন Lords day তাই ৩১২ খ্রীষ্টাব্দে নােম সম্রাট কনষ্টানটাইন। আইন করে রবিবার কৃষিকাজ ছাড়া অন্যসব কাজ বন্ধ রাখার ব্যবস্থা করেন। সেই থেকেই রবিবারে ছুটির রেওয়াজ চালু হয়।
প্রঃ - পৃথিবীতে সর্বপ্রথম ব্যাঙ্ক স্থাপিত হয় কোথায়?
উঃ - ব্যাবিলনে ৬০০ খ্রীষ্টপূর্বাব্দে। আধুনিক ধনাগার স্থাপিত হয় ১৫৮৭ খ্রিষ্টাব্দে ইতালীতে। ঐ ব্যাঙ্কের নাম ছিল ব্যাঙ্কো-ডি-রিয়ালটো অফ ভিনিস।
প্রঃ - প্রথম ফায়ার ব্রিগেড কবে চালু হয়?
উঃ - ১৯২৪ খ্রীষ্টাব্দে এডিনবরাতে পুলিশ কমিশনার ও ইনস্যুরেন্স কোম্পানী ফায়ার ব্রিগেড চালু করে।
প্রঃ - প্রথম কোন দেশের আদালতে টিপসই দ্বারা পরাধী সনাক্ত করা হয়?
উঃ অবিভক্ত বাংলাদেশের আদালতে ১৮৫৪ খ্রীষ্টাব্দে স্যার উইলিয়ম হাশেলি এই পদ্ধতি প্রচলন করেন।
প্রঃ - পৃথিবীতে কে প্রথম হাসপাতাল স্থাপন করেন?
উঃ - খ্রীষ্টিয় ৩৬৯ সালে ইতালীর। খ্রীষ্টান ধর্মগুরু St-Basil (সেন্টবেসিল) প্রথম হাসপাতাল স্থাপন করেন।
প্রঃ - কে তিন শতাব্দী বেঁচে ছিলেন ?
উঃ - ফ্রান্সের জ থিরুৱে। তাঁর জন্ম ১৬৮৪ খ্রীষ্টাব্দে,মৃত্যু ১৮০৭ খ্রীষ্টাব্দে জীবদ্দশায় দেখেছিলেন তিনটি শতাব্দী ১৬০০, ১৭০০ এবং ১৮০০।
প্রঃ - সর্বপ্রথম পুলিশী ব্যবস্থা চালু হয়েছিল কবে?
উঃ - ইংল্যাণ্ডেই প্রথম জনসাধারণের নিরাপত্তার জন্য পুলিশী ব্যবস্থা চালু হয়েছিল। আর ভারতে ইংরেজদের ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী তাদের রাজত্বকালে ১৭ ডিসেম্বর ১৭৭২ সালে প্রথম পুলিশীব্যবস্থা চালু করে'।
প্রঃ - লিখে পরীক্ষা দেবার রীতি কোন সময় থেকে চালু হয়?
উঃ - ১৭০২ খ্রীষ্টাব্দে ইংল্যাণ্ডের কেজি ট্রিনিটি কলেজে সর্বপ্রথম লিখে পরীক্ষা দেওয়ার নিয়ম চালু হয়।
প্রঃ - সবচাইতে বড় মসজিদ—
উঃ - জুম্বা মসজিদ (ভারত, দিল্লী)।
প্রঃ - পৃথিবীর সব থেকে বড় স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উঃ- চেকোশ্লাভাকিয়ার রাজধানী প্ৰাগে অবস্থিত ৪০ হাজার জিমন্যাষ্ট ও ২ লাখ ৪০ হাজার দর্শক এক সঙ্গে অংশগ্রহণ করতে পারে।
প্রঃ - ভারতে দুরদর্শন চালু হয় কবে?
উঃ - ১৯৫৯ সালে। নয়াদিল্লীতে।
প্রঃ - বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উঃ-শ্ৰীমতী বন্দর নায়েক (শ্রীলঙ্কা)।
প্রঃ - কোন দেশে তিন মাসের শিশুকে সাঁতার শিখানাে হয়?
উঃ - পশ্চিম জার্মান ।
প্রঃ - কোন প্রাণী পিছনের দিকে সাঁতার কাটে?
উঃ-অক্টোপাশ নামক সামুদ্রিক প্রাণী।
প্রঃ - কোন্ পাখী উড়ন্ত অবস্থায় ডিম পারে?
উঃ - হােমা পাখী।
প্রঃ - কোন পাখী বালু, মাটি ও পাথর ইত্যাদি দ্বারা বাসা তৈরী করে?
উঃ - অস্ট্রেলিয়ার মেগাপােড় পাখী (Megapode) তৈরী করে, এদের বাসা খুব বড় হয়।
প্রঃ - কোন পাখী কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে?
উঃ - দক্ষিণ আমেরিকার চিলিতে গভীর জঙ্গলে এক ধরণের পাখী আছে। এদের নাম হল‘গুইডগাইড’ (Guidguid)। এরা কুকুরের মত ঘেউ ঘেউ করে ডাকে।
প্রঃ - কোন পাখী ফুল দিয়ে নিজের ঘর সাজায় ?
উঃ - নিউগিনির জঙ্গলের ধারে এই পাখি প্রচর দেখা যায়—এরা মালীপাখী, এরা কুঁডে ঘরের মত ঘর বানায়। সামনে বাগান করে রঙিন ফুল আর ঝিনুক দিয়ে মনের মত ঘর সাজায়।
প্রঃ - কোন সাপ চলার সময় ঝুম ঝুম শব্দ হয় ?
উঃ - দক্ষিণ আমেরিকার এক ধরণের সাপ, নাম র্যাটেল স্নেক।
প্রঃ তাজমহলের উচ্চতা কত?
উঃ - ১৭৮ ফুট।
প্রঃ - চারমিনারের উচ্চতা কত?
উঃ - ১৮৬ ফুট।
প্রঃ - ভিক্টোরিয়া মেমােরিয়ালের উচ্চতা কত?
উঃ - ১৮২ ফুট।
প্রঃ - কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত?
উঃ - ২৮,২০৮ ফুট।
প্রঃ -পুরীর জগন্নাথ দেবের মন্দিরের উচ্চতা কত?
উঃ - ১৪২ ফুট।
প্রঃ - শহীদ মিনারের উচ্চতা কত?
উঃ - ১৫২ ফুট।
প্রঃ - কুতুব মিনারের উচ্চতা কত?
উঃ - ২৮৮ ফুট।
প্রঃ - কোন মাছ উড়তে পারে?
উঃ - সমদ্রের একপ্রকার মাছ যার নাম উডকু। এরা প্রায় ১ হাজার গজ উড়তে পারে।
প্রঃ - কোন মাছ গাছে বাসা বাঁধে?
উঃ - কই মাছের মত দেখতে একরকম মাছ আছে, নাম–ম্পিড়ল ফিশ। এৱা জলের ধারে ছোট ছােট গাছে পাখীর মত শেওলা ঘাস দিয়ে বাসা বাঁধে, ডিম পাডে ও তা দেয়।
প্রঃ - কোন মাছ দুধ দেয় এবং ডিমের পরিবর্তে বাচ্চা হয়?
উঃ - তিমি মাছ দুধ দেয় এবং ডিমের পরিবর্তে বাচ্চা হয়।
প্রঃ - কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না?
উঃ - ব্যাঙ মুখ দিয়ে পান করে না, শরীরের ছিদ্র দিয়ে জল শুষে নেয়।
প্রঃ – সর্বপ্রথম ("lce-Cream") (আইসক্রীম) তৈরী হয় কবে?
উঃ - ১৬৬০ খিষ্টাব্দে ফ্রান্সে প্রথম ‘আইসক্রীম তৈরী হয়।
প্রঃ - বিশ্বব্যাঙ্ক (World Bank) কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ - ১৯৪৬ সালে।
প্রঃ - বাংলা ভাষায় কোন অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়?
উঃ - “র” অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়?
প্রঃ - কোন লেখক অন্ধকার ঘর ছাড়া লিখতে পারতেন না?
উঃ - বিখ্যাত ফরাসী লেখক এমিল জোলা।
প্রঃ - কোন লেখক যতবার লিখতে বসতেন ততবারই নতুন পেন দিয়ে লেখা এক করতেন?
উঃ - আলেকজাণ্ডার ডুমা।
প্রঃ - কোন প্রাণীর দাঁতের সংখ্যা সবচেয়ে বেশী?
উঃ - শামুক। ১৪১৭৫টি দাঁত ১৩৫টি পাটিতে সাজানাে ।
প্রঃ - কোন শহরে ট্রাফিক পুলিশকে ধাত্রী বিদ্যা শিক্ষা দেওয়া হয়?
উঃ-“ব্যাঙ্কক“’-এ অত্যন্ত ট্রাফিক জ্যাম-এর দরুণ ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ী দাঁড়িয়ে থাকতে হয়। এই অবস্থায় কোন গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণায় ট্রাফিক পুলিশ সাহায্য করে থাকে।
প্রঃ - কোথাকার মেয়েরা বিয়ের আগে পর্যন্ত গাছে রাত কাটায়?
উঃ - নিউ গায়নার মেয়েরা বিয়ের আগে পর্যন্ত গাছের উপর ঘর তৈরী করে সমবেত হয়ে প্রতি রাতে বাস করে।
প্রঃ - কোথাকার মানুষেরা শুধু শিস দিয়ে কথাবার্তার কাজ চালায়?
উঃ - ক্যানারী দ্বীপপুঞ্জের অধিবাসীগণ শিস দিয়ে কথাবার্তার কাজ চালায়।
প্রঃ - কোন দেশে খুচরা পয়সা হিসাবে ছুঁচ ব্যবহৃত হয়?
উঃ - নাইজিরিয়ায়।
প্রঃ- 'STD, ISD', FAX কথার অর্থ কি?
উঃ- 'STD মানে Subscribers Trunk Dialling, 'ISD' মানে International Subscribers Dialing, 'FAX' মানে Facimiles ।
প্রঃ - ইংরাজীতে সবচেয়ে বেশী ব্যবহৃত শব্দ কি কি?
উঃ -I, the, and, of if, he, it, is, was এবং that প্রভৃতি শব্দ সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।
প্রঃ -AIDS (এইডস) রােগটির পুরা নাম কি?
উঃ-একোয়ার্ড ইমায়ুন ডিফিসিয়েন্সি সিণ্ডোম।'
প্রঃ - প্রথম কোথায় চা-এর প্রচলন হয়?
উঃ - চীনদেশে।
প্রঃ - কোন একটি ইংরাজী বাক্যের মধ্যে A to Z সব কটি অক্ষর নিযুক্ত আছে?
উঃ - A quick brown fox Jumps over the lazy dog.
প্রঃ - ইংরাজী ভাষায় কোন অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়?
উঃ - E অক্ষরটি সবচেয়ে বেশী ব্যবহৃত হয়।
প্রঃ - ATM এর পুরাে কথা কি?
উঃ - অটোমেটেড ট্রেলার মেশিন।
প্রঃ - WW.W এর পুরাে কথা কি?
উঃ - World Wide Web.
প্রঃ - জাতীয় পতাকায় অশােক চক্র কিসের প্রতীক?
উঃ - আইনের প্রতীক বা ন্যায়ের প্রতীক।
প্রঃ - আমেরিকা আবিষ্কার কে করেন?
উঃ - ক্রিষ্টোফার কলম্বাস।
প্রঃ - কোন স্কলটি রবিবার খােলা থাকে?
উঃ - বর্ধমান জেলার জামালপুরের গােপালপুর মুক্তকেশী উচ্চ বিদ্যালয় রবিবারের পরিবর্তে সােমবার বন্ধ থাকে। স্থাপিত ১৯২২ সাল। ইংরেজদের শিক্ষানীতির প্রতিবাদে এই সিদ্ধান্ত ৮৮ বৎসর যাবৎ এই নিয়ম চলছে।
প্রঃ - ভারতের সবচেয়ে শীতলতম স্থান কোনটি?
উঃ - পশ্চিম লাদাখের দ্রাস। শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা - ৪০° সেলসিয়াস।
প্রঃ - বিশ্বের সবচেয়ে উঁচ ক্রিকেট খেলার মাঠটি কোথায়?
উঃ - ভারতের হিমাচল প্রদেশের চেইল-এ। এটিকে পাহাড় কেটে সমান করে তৈরী করা হয়েছে। এটি সমুদ্র থেকে ২৪৪৪ মিটার উচুতে অবস্থিত।
প্রঃ - আমাদের মাতৃভাষা কোন্ দেশের রাষ্ট্রভাষা ?
উঃ - বাংলাদেশ।
প্রঃ - বাঁশের কেল্লার তিতুমীরের আসল নাম কী?
উঃ - মীর নিসার আলি।
প্রঃ - বিশ্বের সব চেয়ে বেঁটে মহিলার নাম কী?
উঃ - ভারতের নাগপুরের জ্যোতি আম্গে উচ্চতা ৬২.৮ সেমিঃ।
0 মন্তব্যসমূহ