The difference between axons and dendrites অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য ?

অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে পার্থক্য ? 


                অ্যাক্সন                                                                                         


1. এটি স্নায়ুকোশের চেষ্টীয় প্রবর্ধক।                                     

2.এটি সাধারণত শাখাবিহীন অথবা স্বল্প শাখাযুক্ত।                

3.এটি নিউরিলেমা ও মায়েলিন আবরণহীন।

4. এর মধ্যে সােয়ান কোশ থাকে কিন্তু নিজল দানা থাকে। 

5. এতে র‍্যানভিয়ারের পর্ব থাকে।                                      

6. এটি স্নায়ুস্পন্দন কোশদেহ থেকে পরবর্তী  স্নায়ুকোশ বা ইফেকটরে বহন করে নিয়ে যায়।               



                  ডেনড্রন 


1. এটি স্নায়ুকোশের সংজ্ঞাবহ প্রবর্ধক। 

2. এটি অসংখ্য শাখা প্রশাখাযুক্ত। 

3.এটি নিউরিলেমা ও মায়েলিন আবরণহীন।

4. এর মধ্যে সােয়ান কোশ থাকে না কিন্তু দানা থাকে। 

5: এতে র‍্যানভিয়ারের পর্ব থাকে না। 

6. এটি স্নায়ুস্পন্দন রিসেপটর থেকে অথবা পূর্ববর্তী  স্নায়ুকোশ থেকে কোশদেহে বহন করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ