দেওয়ানি লাভের গুরুত্ব কি? দেওয়ানি লাভ, নবম শ্রেণী



দেওয়ানি লাভের গুরুত্ব কি?


দেওয়ানি লাভ :-

১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান লর্ড ক্লাইভ মােগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করেছিলেন। বক্সারের যুদ্ধের (১৭৬৪ খ্রিঃ) পর পদচ্যুত নবাব মিরজাফরের (১৭৬৩৬৫ খ্রিঃ) সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠার যুগে এই দেওয়ানি লাভের ঘটনা ঘটে। কিন্তু ১৭৬৫ খ্রিস্টাব্দে মিরজাফরের মৃত্যুর পর তাঁর নাবালক পুত্র নিজাম-উদ-দৌল্লা বাংলার সিংহাসনে বসেন। কোম্পানির সঙ্গে এই নবাবের এক চুক্তির ভিত্তিতে ঠিক হল, প্রশাসনিক ব্যয়নির্বাহের জন্য কোম্পানি নবাবকে বছরে ৫৩ লক্ষ টাকা দেবে। এইসময় কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার রাজস্ব থেকে মােগল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বছরে ২৬ লক্ষ টাকা দেবার কথাও বলা হয়। এরপর যা কিছু উদ্বৃত্ত থাকবে সবই কোম্পানির সম্পত্তি বলে গণ্য হবে



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ