ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায়ঃ বাংলা ও দক্ষিণ ভারত (First phase of Colonial rule in India : Bengal and South India):-
কর্তৃপক্ষ ভারতে ঔপনিবেশিক কাঠামাে গঠন করতে বদ্ধপরিকর হয়েছিল, অন্যান্য ইউরােপীয় বণিকদের প্রভাব-প্রতিপত্তি লক্ষ করে। সম্পদের স্বর্ণভূমি বাংলার উপর আধিপত্য স্থাপন করতে প্রথম থেকেই ব্রিটিশরা সচেষ্ট ছিল। ঔপনিবেশিক শাসনের শুরুতে বাংলার পর দক্ষিণ ভারতে সাম্রাজ্যবিস্তারের চেষ্টা হয়েছিল। দক্ষিণে কর্ণাটক, মহিশুর, হায়দ্রাবাদ ও মহারাষ্ট্রে প্রতিপত্তি খর্ব করে তবেই ভারতে ব্রিটিশ উপনিবেশের। ভিত্তিস্থাপন করতে হয়েছিল। বাংলাতে নবাবি বাহিনী ও ফরাসি সেনাদের কিছু সহযােগিতা ছাড়া ইংরেজদের প্রতিরােধের আর কেউ ছিল না। ১৭৫৭-১৭৬৫ খ্রিঃ সময়কে ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম অধ্যায় বলা হয়।
0 মন্তব্যসমূহ