টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের যুদ্ধের কাহিনী সংক্ষেপে বল। হায়দর আলির প্রধান শত্রুর কারা ছিল ?

টিপু সুলতানের সঙ্গে ইংরেজদের যুদ্ধের কাহিনী সংক্ষেপে বল। হায়দর আলির প্রধান শত্রুর  কারা ছিল ?


হায়দর আলি ও টিপু সুলতান


মুঘল সাম্রাজ্যের পতনের যুগে মহীশূর নামে দক্ষিণ ভারতে একটি ক্ষুদ্র হিন্দ রাজ্য ছিল। পলাশীর যুদ্ধের চার বৎসর পরে হায়দর আলি নামক এক অসমসাহসী ও বুদ্ধিমান্‌ মুসলমান সৈনিক ঐ রাজ্যের শাসন-কতৃত্ব হস্তগত করেন। তিনি ও তাঁর পুত্র টিপু সুলতান মহীশূর রাজ্যের আয়তন, শক্তি ও মর্যাদা বৃদ্ধি করেন। কিন্তু শেষে ইংরেজদের সঙ্গে সংঘর্ষে মহীশরের গৌরব ধংস হয়ে যায়।


হায়দর আলি প্রথম জীবনে সাধারণ সৈনিক ছিলেন। বাহু বলে ও বুদ্ধিবলে তিনি ক্রমশ উন্নতি লাভ করেন। তাঁর চারদিকে পরাক্রান্ত শত্রুর অভাব ছিল না। ইংরেজরা কোনদিনই তাঁকে বন্ধুভাবে গ্রহণ করে নাই। হায়দরাবাদের নিজাম ও আর্কটের নবাব সুযােগ পেলেই তাঁর অনিষ্ট করতেন। মারাঠাদের সঙ্গে হায়দরকে দীর্ঘকাল বুদ্ধ করতে হয়েছিল। 


তখন মারাঠাদের প্রবল প্রতাপ। পুণার পেশােয়া উত্তর ও পশ্চিম ভারতে বিশাল সাম্রাজ্যের অধীশ্বর। এই সকল শত্রুর প্রবল বাধা সত্ত্বেও হায়দর নতুন রাজ্যখণ্ড অধিকার করে অসামান্য শক্তির পরিচয় দিয়েছিলেন।


ইংরেজদের সঙ্গে হায়দরের দুরবার যুদ্ধ হয়েছি। প্রথমবার যুদ্ধের সময় তিনি সসৈন্যে মাদ্রাজ পর্যন্ত অগ্রসর হন। দ্বিতীয়বার যুদ্ধের সময় বড়লাট ছিলেন ওয়ারেন হেস্টিংস। যুদ্ধ সমাপ্তির পূর্বেই হায়দার এর মৃত্যু হয়। তাঁর পুত্র টিপু কিছুকাল  যুদ্ধ চালিয়ে সন্ধি করেন। এই দুটি যুদ্ধে ইংরেজদের কোন লাভ হয় নাই।


লর্ড কনওআলিস যখন বড়লাট তখন টিপার সঙ্গে ইংরেজদের আবার যুদ্ধ হয়। পেশােয়া এবং নিজাম ইংরেজদের পক্ষে যোগ দিলেন। প্রায় দুই বৎসর যুদ্ধের পর টিপু পরাজিত হয়ে সন্ধি ক্রলেন। মহীশূর রাজ্যের অধাংশ কোম্পানি এবং নিজামের মধ্যে ভাগাভাগি করা হল।


লর্ড কর্নওআলিসের পর বড়লাট হন লর্ড ওয়েলেসলিভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তার করাই তাঁর প্রধান লক্ষ্য ছিল। স্বাধীন মহীশর রাজ্যের অস্তিত্ব তাঁর সহ্য হল না। তিনি টিপুকে কোম্পানির অধীনতা স্বীকার করার জন্য আহ্ববা করলেন। টিপু এই উদ্ধত দাবি প্রত্যাখ্যান করলেন। তখন ইংরেজ বাহিনী মহীশূর আক্রমণ করল। টিপু স্বাধীনতা রক্ষার জন্য যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিলেন। মহীশূর রাজ্য ইংরেজদের হাতে এল।


মহীশূরের এক অংশ কোম্পানির রাজ্যের সঙ্গে যুক্ত হল, এক অংশ কোম্পানির মিত্র নিজামকে দেওয়া হল, বাকীটা পবের হিন্দু-রাজবংশের এক উত্তরাধিকারীর অধীনে রাখা হল। সেকালের ভারতীয় রাজাদের মধ্যে একমাত্র টিপু সুলতানই আগাগােড়া ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন।

             খিস্টাব্দ

১৭৬১-৮২ হায়দর আলির রাজত্বকাল 

১৭৬৭-৬৯ ইংরেজদের সঙ্গে হায়দরের প্রথম যুদ্ধ 

১৭৮০-৮৪ ইংরেজদের সঙ্গে হায়দর ও টিপুর দ্বিতীয় যুদ্ধ (ওআরেন হেস্টিংসের রাজত্বকাল ) 

১৭৮২-৯৯ টিপু সুলতানের রাজত্বকাল 

১৭৯০-৯২ ইংরেজদের সঙ্গে টিপুরে যুদ্ধ ( লর্ড কনওআলিসের শাসনকাল) 

১৭৯৯ ইংরেজদের সঙ্গে টিপুর শেষ যুদ্ধ : টিপুর মত্যু : মহীশূরের স্বাধীনতা লােপ




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ