প্রশ্ন ঃ আকবরের ধর্মমত আলোচনা করো?
উত্তর ঃ আকবরের ধর্মমত উদার ছিল। আকবরের রাজত্বকালে হিন্দুদের উপর জিজিয়া করা প্রত্যাহার করা হয়। আকবর দরবার কক্ষে নামাজ পাঠ বন্ধ করেন। কারণ নামাজের নামে রাজ কর্মচারীগণ রাজকার্য অবহেলা করত। আকবর ফতেপুর স্মৃতিতে ইবাদ খানা বা উপাসনা গৃহ নির্মাণ করেন। হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন ফারসী খ্রিস্টান ইহুদি প্রভৃতি সর্ব ধর্মের লোক ইবাদত খানায় সমাবেশ হইয়া ধর্ম আলোচনা করিত। আকবর দিন ই ইলাহী নামে নতুন ধর্মমত প্রচলিত করিয়াছিল।
প্রশ্ন ঃ আকবরের রাজসভায় কয়েকজন গুণী ব্যক্তির পরিচয় দাও?
উত্তর ঃ আকবরের রাজসভায় গুণী ব্যক্তিদের মধ্যে বীরবল টোডরমল তানসেন আবুল ফজল প্রমুখের নাম উল্লেখযোগ্য। বীর বলছিলেন রসিক। ফৈজি কবি টোডরমল রাজস্ব বিভাগের সংস্করণ করেন। তাহার পরিচালনায় ও পরামর্শে আকবরের সাম্রাজ্যের সমস্ত জমি জরিপ করা হয়। তানসেন ছিলেন সঙ্গীত সাধক। আবুলফজল রচিত আকবরনামা ও আইন ই আকবরী গ্রন্থ তৎকালীন ইতিহাস জানার অমূল্য সূত্র।
প্রশ্ন ঃ কোন মুঘল সম্রাটের শাসনকালে ইন্সট ইন্ডিয়া কোম্পানি ভারতে বানিজ্য করিবার সুবিধা লাভ করে?
উত্তরঃ মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের রাজা প্রথম জেমস এর দুধ স্টার মুঘল দরবারে প্রেরণ করেন। স্টার টমাস কয়েক বছর ভারতে অবস্থান করিয়া মুঘল সম্রাটের নিকট হইতে কোম্পানির পক্ষে বাণিজ্য করিবার কিছু সুযোগ সুবিধা আদায় করেন এবং সুরাট আগ্রা আহমদাবাদ প্রভৃতি স্থানে ইংরেজ বাণিজ্য কুঠি স্থাপন করে।
প্রশ্ন ঃ সম্রাট শাহজাহানের শিল্প স্থাপত্য প্রীতির পরিচয় দাও?
উত্তর ঃ মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকাল এর শিল্পকলা বিশেষত্ব স্থাপত্য শিল্পের জন্য প্রসিদ্ধ। শাহজাহানের শিল্প স্থাপত্য কীর্তির মধ্য ময়ূর সিংহাসন হাওড়ার মোতি মসজিদ ও তাজমহল দিল্লির জুম্মা মসজিদ দেওয়ান-ই-খাস দেওয়ান-ই-আম ইত্যাদি বিখ্যাত। তাজমহল শাহজাহান এর প্রিয় পত্নী মমতাজের স্মৃতি সৌধ। 21 বৎসর ধরিয়া মরম দ্বারা নির্মিত তাজমহল পৃথিবীর অন্যতম আশ্চর্য শিল্প ও স্থাপত্য কীর্তি।
প্রশ্ন ঃ আওরঙ্গজেবের ধর্ম কি ছিল?
উত্তর ঃ আওরঙ্গজেব ছিলেন পরধর্ম বিদেশি সুন্নি সম্প্রদায়ভুক্ত মুসলমান। সমগ্র ভারতে তিনি একটি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করিতে চাহিয়া ছিলেন। আওরঙ্গজেবের তরবারির নাম ছিল রাফিজ কুশ অর্থাৎ বিধর্মী হন্তা। তিনি হিন্দুদের ওপর পুনরায় জিজিয়া কর প্রবর্তন করেন। হিন্দুদের মেলা উৎসব মন্দির নির্মাণ বন্ধ হয়। বহু হিন্দু মন্দির ধ্বংস করা হয়। রাজপুত ব্যতীত অন্য হিন্দুদের হাতি ঘোড়া ও পালকিচর আর উপর আওরঙ্গজেব নিষেধাজ্ঞা জারি করেন। নিজের সুন্নি মুসলমান ছিলেন বলিয়া শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমান ও সুফি অনুরাগী মুসলমানদের প্রতি ঔরঙ্গজেবের বিদ্বেষ ছিল।
0 মন্তব্যসমূহ