কিভাবে ভারতের তুরকো আফগান শাসনের অবসান হয়? মুঘলদের পরিচয় লিখ।

কিভাবে ভারতের তুরকো আফগান শাসনের অবসান হয়? মুঘলদের পরিচয় লিখ।

প্রশ্ন ঃ কিভাবে ভারতের তুরকো আফগান শাসনের অবসান হয়?

উত্তর ঃ তুরকো আফগান শাসনের শেষ বংশ লোদী বংশ। এই বংশের তিনজন সুলতান বাহু লাল লোদী সিকান্দার লোদী এবং ইব্রাহিম লোদী 75 বছর রাজত্ব করেন। ইব্রাহিম লোদীর শাসনকালে সুলতান এবং আমাদের মধ্যে সম্পর্ক এমন তৃপ্ত হয় যে পাঞ্জাবের শাসক কর্তা দৌলতখাঁ লোদী বাবারকে ভারত আক্রমণ এবং ইব্রাহিম লোদীকে উচ্ছেদ করার অনুরোধ করেন। এই সময়ে বাবর ছিলেন কাবুলের আমির। ভারতের উপর তাহার দৃষ্টি ছিল। বাবর সুযোগ বুঝিয়া ভারত আক্রমণ করেন। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীর বাবরকে নিকট পরাজিত ও নিহত হন। বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন।


প্রশ্ন ঃ মুঘলদের পরিচয় লিখ।


উত্তর ঃ মঙ্গল শব্দ হইতে মঙ্গলবার নামের উৎপত্তি হয়েছে। মঙ্গল জাতির আদি বাসভূমি ছিল মঙ্গোলিয়া। মঙ্গল জাতি কয়েকটি গোষ্ঠীতে বিভক্ত ছিল। চেঙ্গিস খাঁ মঙ্গল গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করিয়া একটি শক্তিশালী জাতিতে পরিণত করেন।

বাবর ভারতে মোগল সাম্রাজ্যের সূচনা করেন। বাবর এর মাথা কত লোক নিগার খাতুন চেঙ্গিস খানের  ত্রয়োদশ অধস্তন বংশধরের কন্যা। বাবরের পিতা মির্জা। ওরম শেখ সমরকন্দের চাকদায় তুর্কি বীর তৈমুর লঙের বংশধর।

ভারতে বাবর পিক প্রতিষ্ঠিত বংশ মুঘল বংশ নামে পরিচিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ