ভারত ইন্ডিয়া এবং হিন্দুস্তান নামের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো?

 

ভারত ইন্ডিয়া এবং হিন্দুস্তান নামের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো?

প্রশ্ন ঃ বিষ্ণুপুরাণে প্রাচীন ভারতের সীমারেখা কি জানা যায়?


উত্তর ঃ বিষ্ণু পুরাণ অনুসারে সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিনে যে দেশ সেই দেশের নাম ভারত বর্ষ। এই দেশে ভারতের বংশধরগণ বাস করে।


প্রশ্ন ঃ ভারত ইন্ডিয়া এবং হিন্দুস্তান নামের ঐতিহাসিক পটভূমি আলোচনা করো?


উত্তর ঃ পৌরাণিক রাজা ভারতের নাম হইলো তে ভারত নামের উৎপত্তি হইয়াছে বলিয়া অনুমান করা হয়। বিষ্ণুপুরাণে ভারত নামের উল্লেখ আছে। গ্রীকরা আমাদের দেশকে বলিতো ইণ্ডোস। ইণ্ডোস শব্দ হইতে ইন্ডিয়া না আসিয়াছে। প্রাচীন পারসিক লিপিতে হিন্দু শব্দের উল্লেখ আছে। পারসিক সিন্ধু নদ এবং সিন্ধু নদীর পূর্ব তীরবর্তী অঞ্চলের অধিবাসীদের হিন্দু উচ্চারণ করি তো। মধ্যযুগে ভারতকে হিন্দু ও হিন্দুস্তান বলিতো।


স্বাধীন ভারতের সংবিধানে আমাদের এই প্রাচীন দেশের ভারত এবং ইন্ডিয়া উভয় নামেই উল্লিখিত আছে।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ